ফৌজদারী মামলা কি?
ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের শান্ত-শৃঙ্খলা নষ্ট করার ফলে যে মামলা হয় সেগুলো ফৌজদারী মামলা।
- চুরি, ডাকাতি, ছিনতাই;
- অপহরণ;
- ধর্ষণ;
- মানহানি;
- এসিড নিক্ষেপ;
- যৌতুক দাবী, যৌতুকের জন্য নির্যাতন;
- অবৈধ অস্ত্র সংক্রান্ত অপরাধ;
- মারপিট বা যে কোন শারীরিক আঘাত;
- মানব পাচার
- হত্যা
- আত্নহত্যায় প্র্ররোচনা
- প্রতারণা, জালিয়াতি
- মাদক সংক্রান্ত অপরাধ
- পর্নৌগ্রাফি;
ফৌজদারী মামলা কোথায় ও কিভাবে করতে হয়?
আপনি বা আপনার প্রতিবেশীর সাথে ফৌজদারী অপরাধ সংঘটিত হলে যা করতে পারেন-
- ফৌজদারী মামলা করতে চাইলে ঘটনাস্থল যে থানার সীমানার মধ্যে অবস্থিত সেই থানায় এজাহার দাখিল করুন।
- থানায় এজাহার না নিলে কোর্টে নালিশী দরখাস্ত দাখিল করুন।
- মারপিট, জখম, ধর্ষণ বা আঘাতের মামলা দায়েরের জন্য মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করুন।
- কেউ হুমকি দিলে বা কোন ব্যক্তি নিখোঁজ হলে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরী বা জি.ডি.এন্ট্রি’র জন্য দরখাস্ত করুন। ক্ষেত্রবিশেষ জি.ডি থেকে মামলা হয়।
- মামলা দায়ের হলে তদন্ত শুরু হয়। তদন্ত শেষে পুলিশ চার্জশীট অথবা ফাইনাল রিপোর্ট দাখিল করে।
- পুলিশ চার্জশিট দিলে বিচারিক কোর্ট অভিযোগ গ্রহণ করে বিচার কাজ শুরু করেন।
- মামলার যে কোন পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি জামিনের দরখাস্ত করে জামিন পেতে পারেন।
- বিচার শেষে বিচারিক কোর্ট খালাস অথবা শাস্তির আদেশ দেন।
১. এজাহার বা নালিশ দায়ের;
২. ম্যাজিষ্ট্রেট এর কাছে উপস্থাপন;
৩. তদন্ত;
৪. ফাইনাল রিপোর্ট বা চার্জশীট;
৫. নারাজী দরখাস্ত/চার্জ শুনানী;
৬. অব্যাহতি/চার্জ গঠন;
৭. দোষ স্বীকার এবং শাস্তি
৭ (ক). শুনানী, স্বাক্ষগ্রহণ ও যুক্তিতর্ক;
৮. খালাস/শাস্তি
ফৌজদারী মামলার ক্ষেত্রে জেলা লিগ্যাল এইড অফিস সরকারি খরচে কি কি সহায়তা প্রদান করে?
যাদের বাৎসরিক আয় ১০০,০০০/- ( এক লক্ষ ) টাকার বেশি নয় তারা জেলা লিগ্যাল এইড অফিস থেকে বিনামূল্যে যেসব সহায়তা পাবেন-
- জেলা লিগ্যাল এইড অফিস হতে আইনগত তথ্য ও পরামর্শ;
- প্যানেল আইনজীবীর নিকট হতে আইনগত পরামর্শ;
- সরকারি সহায়তায় ফরিয়াদি/অভিযোগকারী/অভিযুক্ত ব্যক্তির পক্ষে নিয়োগের মাধ্যমে মামলা পরিচালনা;
- আসামী হাজিরার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ;
- প্রয়োজনীয় কাগজপত্র ( যেমন: মেডিকেল সার্টিফিকেট) সংগ্রহ করার বিষয়ে পরামর্শ ও তথ্য প্রাপ্তি;
- কারাগারের আবেদনকারীর ক্ষেত্রে প্রয়োজনীয় নকল পেতে সহায়তা;
- ডি.এন.এ. টেস্ট এর খরচ।
কারাগারে আটক ব্যক্তিদের জন্য সরকারি আইন সহায়তা পাওয়ার উপায় কি?
কারাগারে আটক ব্যক্তিগণের জন্য জেলা কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে আইন সহায়তার আবেদন করতে হয়।
- যে কোন ধরণের ফৌজদারী মামলায় অভিযুক্ত হাজতী ব্যক্তি জেলা কারাগারের মাধ্যমে লিগ্যাল এইড প্যানেল আইনজীবী নিয়োগের জন্য আবেদন করতে পারেন;
- কারাগার কর্তৃপক্ষ অভিযুক্ত ব্যক্তির নাম, পিতার নাম, হাজতী নম্বর, মামলার নম্বর এবং কোন আইনের অধীন ও কোন আদালতে মামলা এ সকল তথ্য লিগ্যাল এইড অফিসে প্রেরণ করেন;
- প্যানেল আইনজীবী লিগ্যাল এইড অফিসের সহায়তায় এজাহার/নালিশী দরখাস্তের নকল, চালান(ফরোয়াডিং)প্রতিবেদন, পুলিশ রিপোর্ট (খসড়া মানচিত্র, সুচিপত্র, জব্দ তালিকা), মেডিকেল সার্টিফিকেট, পূর্বেকার আদেশের কপি ( মিসকেস এর ক্ষেত্রে) সংগ্রহ করতে পারবেন;
- আটক ব্যক্তির আত্নীয় স্বজন মামলার তদবিরকারী হিসাবে লিগ্যাল এইড অফিস ও প্যানেল আইনজীবীর নিকট থেকে মামলার তথ্য নিতে পারবেন;
ফৌজদারী মামলার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রঃ
মামলার ধরণ | প্রয়োজনীয় কাগজপত্র | কোথায় পাওয়া যাবে |
ধর্ষণ | মেডিকেল সার্টিফিকেট | সরকার অনুমোদিত ডাক্তার/হাসপাতাল |
মারপিট | মেডিকেল সার্টিফিকেট | সরকার অনুমোদিত ডাক্তার/হাসপাতাল |
প্রতারণা | জাল দলিল, সনদ, কোন অবৈধ অঙ্গীকার/বায়নানামা | – |
মানহানি | প্রকাশনা, যেমন: পত্রিকা, সি.ডি, পোস্টার | – |
যৌতুক | কাবিননামা | কাজী অফিস |
যৌতুকের জন্য নির্যাতন | মেডিকেল সার্টিফিকেট | সরকার অনুমোদিত ডাক্তার/হাসপাতাল |
খুন, আঘাত, ধর্ষণ, আত্নহত্যার চেষ্টা | ফরেনসিক রিপোর্ট, ময়না তদন্তের রিপোর্ট, সুরতহাল রিপোর্ট | – |
কারাগারে আটক ব্যক্তিদের মামলার ক্ষেত্রে | এজাহার/নালিশী দরখাস্তের নকল, চালান(ফরোয়াডিং)প্রতিবেদন, পুলিশ রিপোর্ট (খসড়া মানচিত্র, সুচিপত্র, জব্দ তালিকা), মেডিকেল সার্টিফিকেট, পূর্বেকার আদেশের কপি ( মিসকেস এর ক্ষেত্রে) | যে কোর্টে মামলা, জি.আর.ও.সেকশন |
সরকারি খরচে আইনী সহায়তা প্রার্থীদের জন্য যেসকল কাগজপত্র প্রয়োজনঃ
জমি-জমা সংক্রান্ত মামলার ক্ষেত্রে সম্ভাব্য প্রয়োজনীয় কাগজ-পত্রঃ
- সিএস, এসএ, আরএস রেকর্ডের কাগজপত্র
- খাজনার দাখিলা
- DCR (Duplicate Carbon Recite)
- দলিলের কপি (মূল/জাবেদা)
- নাম খারিজের কাগজ
- ভোটার আইডি কার্ড/ জন্ম নিবন্ধন সনদ
পারিবারিক মামলার ক্ষেত্রে সম্ভাব্য প্রয়োজনীয় কাগজ-পত্রঃ
- কাবিন নামা
- তালাক নামা (প্রয়োজনীয় ক্ষেত্রে)
- ভোটার আইডি কার্ড/ জন্ম নিবন্ধন সনদ
- বাচ্চার জন্ম নিবন্ধন কার্ড (প্রয়োজনীয় ক্ষেত্রে)
- ২য় বিবাহের কাবিন নামা (প্রয়োজনীয় ক্ষেত্রে)
ফৌজদারী/ নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার ক্ষেত্রে সম্ভাব্য প্রয়োজনীয় কাগজ-পত্রঃ
- মেডিকেল সার্টিফিকেট
- অন্যান্য কাগজপত্র
- ভোটার আইডি কার্ড/ জন্ম নিবন্ধন সনদ
What is a criminal case? Cases that result in disturbing the peace and order of the individual, society and the state are criminal cases. Criminal cases:
Theft, robbery, snatching;
Abduction;
Rape;
Defamation;
Acid throwing;
Dowry claims, torture for dowry;
Crimes related to illegal weapons;
Assault or any bodily injury;
Human trafficking
Murder
Incitement to suicide
Fraud, forgery
Drug related crimes
Pornography
Where and how to file a criminal case? What to do if you or your neighbor have a criminal offense.
If you want to file a criminal case, submit a statement to the police station within the boundaries of the police station where the incident took place.
If you do not file a complaint with the police station, file a complaint in the court.
Collect a medical certificate to file a lawsuit for assault, injury, rape or injury.
If someone threatens or a person goes missing, apply for a general diary or GD entry at the nearest police station. The case is from GD.
When the case was filed, the investigation started. At the end of the investigation, the police submits the chargesheet or the final report.
When the police gave the chargesheet, the judicial court accepted the complaint and started the trial.
The accused can get bail at any stage of the case by applying for bail.
At the end of the trial, the trial court ordered acquittal or punishment.
Steps in criminal cases: 1. Filed a statement or complaint; Presentation to the Magistrate; 3. Investigation; 4. Final report or chargesheet; 5. Dismissed application / charge hearing; 7. Exemption / Charge formation; 6. Confession and punishment ৭ (a). Hearings, signatures and arguments; 7. What is the assistance provided by the District Legal Aid Office in case of acquittal / criminal case at government expense? Those whose annual income is not more than Rs.
Legal information and advice from the District Legal Aid Office;
Legal advice from a panel lawyer;
Conducting cases through government-assisted plaintiffs / complainants / accused persons;
Publication of notices in newspapers for the appearance of the accused;
Receive advice and information on collecting necessary documents (eg: medical certificate);
Assistance in obtaining the required duplicate in case of prisoner applicant;
DNA The cost of the test.
What is the way to get government legal aid for the detainees in the jail? The detainees have to apply for legal aid through the district jail authorities.
Detainees accused in any type of criminal case may apply for the appointment of a legal aid panel lawyer through the district jail;
Prison authorities send the name of the accused, father’s name, detention number, case number and all such information to the Legal Aid Office under which law and in which court the case is filed;
The panel lawyer with the help of Legal Aid Office can collect duplicate of statement / complaint application, invoice (forwarding) report, police report (draft map, table of contents, seizure list), medical certificate, copy of previous order (in case of miscalculation);
Relatives of the detainee will be able to obtain case information from the Legal Aid Office and the panel’s lawyer as a case counsel;
Documents required in case of criminal case:
Type of case Where required documents can be found
Rape Medical Certificate Government approved doctor / hospital
Marpit Medical Certificate Government approved doctor / hospital
Fraudulent Documents, Certificates, Any Invalid Promise / Affidavit –
Defamation publications, such as magazines, CDs, posters –
Dowry cabinet letter supplementary office
Torture for Dowry Medical Certificate Government approved doctor / hospital
Murder, Injury, Rape, Attempted Suicide Forensic Report, Autopsy Report, Inquiry Report –
Duplicate of statement / complaint application in case of detainees, invoice (forwarding) report, police report (draft map, table of contents, seizure list), medical certificate, copy of previous order (in case of miscalculation) in which case, G.R.O. Documents required for legal aid seekers at section government expense.
Documents of CS, SA, RS records
Entry of rent
DCR (Duplicate Carbon Recite)
Copy of document (original / journal)
Name Dismissal Paper
Voter ID Card / Birth Registration Certificate
Possible necessary paperwork in case of family case
Get off the cabin
Divorce (if necessary)
Voter ID Card / Birth Registration Certificate
Child Birth Registration Card (if required)
Get off the cabin at 2nd wedding (if necessary)
Documents required for criminal / women and child abuse cases
Medical certificate
Other papers
Voter ID Card / Birth Registration Certificate