দেওয়ানী মামলা কি?

dd
Spread the love

দেওয়ানী মামলা কোন বিষয়ে অধিকারের দাবি বা ক্ষতিপূরণের দাবির জন্য যে মামলা করা হয় তাকে দেওয়ানী মামলা বলে।

নিচের মামলাগুলি দেওয়ানী মামলাঃ

law book cliparts free download free on
দেওয়ানী মামলা
  • পারিবারিক মামলা: যেমন : দেনমোহর, ভরণপোষণ, বিবাহ বিচ্ছেদ/তালাক(ডিভোর্স), পারিবারিক সম্পর্কের পুনরুদ্ধার, দত্তক, উত্তরাধিকার, সন্তানের হেফাজত ইত্যাদি;
  • চুক্তি নিয়ে মামলা; যেমন : টাকা পাওয়ার মামলা, চুক্তির শর্ত মানার মামলা ইত্যাদি
  • সম্পত্তি দখল বা অধিকার নিয়ে মামলা
  • স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার (ইনজাংশন) মামলা
  • দলিল সংশোধন (ভুল থাকলে ঠিক করা) ও বাতিল করার মামলা
  • জমি-জমা নিযে আরও মামলা; যেমন : নামজারি (মিউটেশন), নামখারিজ ইত্যাদি

দেওয়ানী মামলা কোথায় ও কিভাবে দায়ের করা যায় ?

দেওয়ানী মামলাগুলো ধরণ বুঝে বিভিন্ন আদালতে করতে হয়। যে মামলা যে আদালতে করার নিয়ম আছে, সেই আদালতের কর্মকর্তার কাছে আবেদন করে মামলাটি করা যায়। জমি-জমা সম্পর্কিত মামলাগুলো সাধারণত জেলা জজ আদালতের সহকারী জজ আদালত অথবা যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করতে হয়। পারিবারিক বিরোধের মামলা পারিবারিক আদালতে দায়ের করতে হয়। যিনি মামলা করার আবেদন করেন তিনি বাদী, আর যার বিপক্ষে মামলা করেন তিনি বিবাদী। বাদীর আবেদনের পর আদালত সমন দেন। সমনের পর বিবাদী লিখিত জবাব দেন। এরপর আদালত বাদী এবং বিবাদী দুই পক্ষকে আদালতে ডেকে তাদের অভিযোগ এবং জবাব শোনেন। সবশেষে আদালত তার রায় বা মামলার ফলাফল জানান।

একটি দেওয়ানী মামলায় সাধারণত কি কি দলিলপত্র প্রয়োজন হয় ?

  • জমির ক্রয়-বিক্রয় মূল দলিলসহ বায়া-দলিলসমূহ ( মালিকানার প্রমাণস্বরূপ)
  • সি.এস/এস.এ/আর.এস/বি.এস(মহানগর) খতিয়ান/পর্চা
  • নামজারি হয়ে যাওয়ার পর রেজিষ্ট্রি অফিস থেকে পাওয়া নকল
  • সর্বশেষ পরিশোধকৃত খাজনার রশিদ [দখলের প্রমাণ হিসেবে]
  • আইনগত অবস্থা/মর্যাদার অধিকার সংক্রান্ত মামলায় দাবির স্বপক্ষে কাগজপত্র ( নিয়োগপত্র, রেজুলেশন, অফিস আদেশ-এর নকল)
  • পারিবারিক মামলায় কাবিননামা, জন্ম সনদ (বার্থ সার্টিফিকেট), ডেথ সার্টিফিকেট (উত্তরাধিকার মামলায়, নামজারি ও নাম খারিজ)

দেওয়ানী মামলার ক্ষেত্রে জেলা লিগ্যাল এইড অফিসে কি কি সহায়তা বিনামূল্যে পাওয়া যায় ?

যাদের বাৎসরিক আয় ১০০,০০০/-(এক লক্ষ) টাকার বেশি নয় তারা জেলা লিগ্যাল এইড অফিস থেকে সরকারি খরচে যেসব সহায়তা পাবেন-

  • সরকারি সহায়তায় প্যানেল আইনজীবী নিয়োগের মাধ্যমে মোকাদ্দমা পরিচালনা
  • লিগ্যাল এইড অফিসারের নিকট থেকে আইনগত পরামর্শ
  • প্যানেল আইনজীবীর নিকট থেকে দলিল-পত্র পরীক্ষা ও দায়েরযোগ্য মামলায় আইনগত সহায়তা
  • দরকারি নকল পাওয়া
  • মধ্যস্থতার মাধ্যমে মামলা নিষ্পত্তি
  • আইনগত তথ্য সেবা
  • ডি.এন.এ.টেস্টের খরচ

দেওয়ানী মামলার ধাপসমূহ :

  1. মামলা দায়ের
  2. সমন ফেরত
  3. জবাব দাখিল
  4. আপোষ মিমাংসা/বিচার্য বিষয় গঠন
  5. শুনানীর তারিখ নির্ধারণ/প্রাথমিক শুনানী
  6. চূড়ান্ত শুনানী
  7. যুক্তি তর্ক
  8. রায় ও ডিগ্রী

দেওয়ানী মামলার জন্য প্রয়োজনীয় দলিলপত্র :

দলিলের নামবিবরণযেখানে পাওয়া যাবে
মূল দলিলজমি কেনার সময়ে যে দলিল সম্পাদিত হয়সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস
বায়া দলিলমালিকানার ধারাবাহিকতা প্রমাণের জন্য পূর্বের দলিলসমূহসংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস
সি.এস. পর্চা/খতিয়ান১৮৯০ সাল থেকে ১৯৪০ সাল পর্যন্ত ভূমি জরিপের মাধ্যমে যে খতিয়ান প্রস্তুত হয়েছিল। জেলা ভিত্তিক এই জরিপ সম্পন্ন (১৮৯০-১৯৪০) হয়েছিল বলে এই খাতিয়ান কে ডি.এস.খতিয়ানও বলা হয়।ডেপুটি কালেক্টরের অফিস
আর.এস পর্চা/খতিয়ানসি.এস.জরিপে (১৮৯০-১৯৪০) তৈরী করা রেকর্ড অর্থাৎ খতিয়ান ও নকশার অন্তর্ভুক্ত সম্পত্তির ক্ষেত্রে এ দীর্ঘ সময়ে ভোগ দখলের ক্ষেত্রে যে পরিবর্তন হয় তার হালনাগাদকরণের লক্ষ্যে এ সংশোধন কার্যক্রম গৃহীত হয়।ডেপুটি কালেক্টরের অফিস
এস.এ.পর্চা খতিয়ান১৯৫৬ সাল হতে ১৯৬২ সাল এই সমযের পরিসরে একটি সংক্ষিপ্ত জরিপ কার্যক্রম হাতে নেয়া হয়। এই জরিপেকে এস.এ.জরিপ বলা হয়। এ জরিপে মালিক জামিদারের নাম, জমির বিবরণ সম্বলিত তালিকা প্রণয়ন এবং সকল মালিকের নামে হাতে লেখা খতিয়ান প্রস্তুত করা হয়।ডেপুটি কালেক্টরের অফিস
বি.এস.পর্চা/খতিয়ানবর্তমানে খতিয়ান হালনাগাদ করার জন্য যে জরিপ চলছেডেপুটি কালেক্টরের অফিস
নামজারি খতিয়ানজমির মালিকানা পরিবর্তনের পর দাবীকারির নামে যে খতিয়ান সম্পাদিত হয়।সহকারী কমিশনার (ভুমি) অফিস
ডি.সি.আরনামজারি হয়ে যাওয়ার পর যে ডকুমেন্ট দেওয়া হয়।সহকারী কমিশনার (ভুমি) অফিস
কাবিননামাবিবাহ রেজিস্ট্রির দলিলকাজী অফিস
দেওয়ানী মামলার জন্য প্রয়োজনীয় দলিলপত্র

What is a civil case? A lawsuit filed for a claim of rights or a claim for compensation is called a civil case. The following cases are civil cases:
Family lawsuits: such as dowry, maintenance, divorce, restoration of family ties, adoption, inheritance, custody of children, etc .;
Lawsuits; Such as: sue for money, sue for complying with the terms of the contract, etc.
Lawsuit over property possession or rights
Permanent or temporary injunction case
Cases of correction of documents (correction if wrong) and cancellation
More land-deposit cases; Such as: Namjari (mutation), Namkhariz etc.

মামলা


Where and how can a civil case be filed? Civil cases have to be filed in different courts according to the type. The case can be filed by appealing to the officer of the court where there is a rule to file the case. Land-deposit cases are usually filed in the Assistant Judge’s Court of the District Judge’s Court or in the Joint District Judge’s Court. Family dispute cases have to be filed in the family court. The one who files the suit is the plaintiff, and the one against whom the suit is filed is the defendant. The court summoned the plaintiff after his application. After the summons, the respondent gave a written reply. The court then summoned both the plaintiff and the defendant to the court and heard their grievances and answers. In the end, the court announced its verdict or the outcome of the case. What documents are usually required in a civil case?
Deed of purchase and sale of land along with original deeds (proof of ownership)
CS / SA / RS / BS (Metropolitan) ledger / leaflet
Duplicate obtained from the registry office after registration
Receipt of last paid rent [as proof of possession]
Documents in favor of claim in case of legal status / right to dignity (duplicate of appointment letter, resolution, office order)

Capture 1


Cabinet Certificate in Family Case, Birth Certificate (Birth Certificate), Death Certificate (In Inheritance Case, Name Registration and Name Rejection)
In case of civil cases, what assistance is available free of cost at the District Legal Aid Office? Those whose annual income is not more than Rs.
Conduct litigation by appointing panel lawyers with government assistance
Legal advice from a legal aid officer
Documentary examination from panel lawyers and legal assistance in litigation cases
Useful duplicates found
Disposal of cases through mediation
Legal information services
The cost of the DNA test
Steps in a civil case:
Filed a lawsuit
Summons returned
Submit reply
Compromise / Judgment formation
Schedule of hearing / preliminary hearing
Final hearing
Argumentation
Judgment and degree


Spread the love

Join The Discussion

Compare listings

Compare