ভূমি সম্পর্কিত সকল তথ্য পেতে অনুসন্ধান করুন

ভূমিবিডির তথ্য সেবায় আপনাকে স্বাগতম

অনলাইনে ভূমি রেজিস্ট্রেশন সম্পর্কিত তথ্যসেবা প্রদানের মাধ্যমে সাধারণ জনগণকে সহায়তা করার উদ্দেশ্যে এই প্ল্যাটফর্ম পস্তুত করা হয়েছে।

Recent Posts

জমি বিরোধ ও ভূমি আদালত: বাংলাদেশে ভূমি সংক্রান্ত সমাধানের সম্পূর্ণ গাইড জমি বিরোধ সমাধান এবং ভূমি আদালতের কার্যপ্রণালী জমি সংক্রান্ত বিরোধ বাংলাদেশের গ্রাম এবং শহরের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা। জমি দখল, নকল দলিল বা মালিকানা নিয়ে দ্বন্দ্ব প্রায়ই দেখা দেয়।

জাল টাকা

কিভাবে জাল টাকা চেনবেন: সম্পূর্ণ গাইড শিখুন কিভাবে সহজে জাল টাকা চেনা যায়। এই গাইডে রয়েছে দ্রুত চেকলিস্ট, টেকনিক্যাল ফিচার এবং ব্যবসায়ী ও সাধারণ লোকদের জন্য সতর্কতা। পরিচিতি / Introduction দ্রুত ৫ সেকেন্ডের চেকলিস্ট বিস্তৃত যাচাই (Technical Features) ব্যবসায়ীদের সতর্কতা

🖊️ নিজের জন্য নিজে দলিল লেখার নিয়ম ও প্রক্রিয়া (How to Write Your Own Deed in Bangladesh) আপনি কি নিজের সম্পত্তির দলিল নিজে লিখতে চান? অনেকেই ভাবেন, দলিল লেখার জন্য অবশ্যই দলিল লেখকের সহায়তা নিতে হয়। তবে বাস্তবতা হলো—বাংলাদেশে আইন

দলিল লেখক সনদপ্রাপ্তির যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া | Deed Writer License in Bangladesh কীভাবে দলিল লেখক হবেন? দলিল লেখক সনদের আবেদন করবেন কীভাবে? কী যোগ্যতা দরকার?—এই প্রশ্নগুলোর উত্তর জানতে চান? আপনি সঠিক জায়গায় এসেছেন। বাংলাদেশে দলিল লেখক (Deed Writer) হিসেবে

আপনার জমি প্রভাবশালীদের দখল থাকলে যা করণীয় বাংলাদেশের মতো দেশে জমি দখল একটি বড় সমস্যা। প্রভাবশালী লোক হলে আরও ঝুঁকি থাকে। ধাপে ধাপে করণীয় নিচে দিলাম: ✅ ১. জমির কাগজপত্র ঠিকমতো গুছিয়ে নিন 👉মূল দলিল, খতিয়ান, নামজারি/মিউটেশন কাগজ, পর্চা, ম্যাপ

একই জমি দুইজনের কাছে বিক্রি: কে হবেন প্রকৃত মালিক? একটি জমি যদি ভিন্ন সময়ে দুইজন ব্যক্তির কাছে বিক্রি করা হয়, তাহলে প্রকৃত মালিক কে হবেন? এ বিষয়ে ব্যারিস্টার তাসমিয়া আনজুম স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেন, “ধরুন, একটি জমি ২০০০ সালে

ভূমিবিডি ইউটিউব ভিডিও

Popular Post

নামজারি কেন জরুরি- সে প্রশ্নের উত্তর জানার আগে সম্ভবত ‘নামজারি’ বলতে আমরা কী বুঝি তা খানিকটা জানা প্রয়োজন। এক কথায় ‘নামজারি’ বলতে-কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন বৈধ পন্থায় ভূমি/জমির মালিকানা অর্জন করলে সরকারি রেকর্ড সংশোধন করে তার নামে রেকর্ড আপটুডেট

জমি বিরোধ ও ভূমি আদালত: বাংলাদেশে ভূমি সংক্রান্ত সমাধানের সম্পূর্ণ গাইড জমি বিরোধ সমাধান এবং ভূমি আদালতের কার্যপ্রণালী জমি সংক্রান্ত বিরোধ বাংলাদেশের গ্রাম এবং শহরের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা। জমি দখল, নকল দলিল বা মালিকানা নিয়ে দ্বন্দ্ব প্রায়ই দেখা দেয়।

২০০৫ সালের ১ জুলাই থেকে জমির যেকোনো হস্তান্তরযোগ্য দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। আইন অনুযায়ী, যে দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক অথচ রেজিস্ট্রেশন করা হয়নি, তখন সেই দলিল নিয়ে আপনি কোনো দাবি করতে পারবেন না। সাব-কবলা দলিল, হেবা বা দানপত্র, বন্ধকি দলিল,

লিজকৃত জমি সাব-লিজ দেওয়া যাবে না কিংবা জমির শ্রেণি/আকার/প্রকার কোনোরূপ পরিবর্তন করা যাবে না মর্মে অনুচ্ছেদ যুক্ত করে গত ৩ ডিসেম্বর ২০১৯ তারিখে জারীকৃত অর্পিত সম্পত্তির অস্থায়ী ইজারার সালামির হার পুনর্নির্ধারণ বিষয়ক পরিপত্রের কিছু সংশোধন করে ৬ জানুয়ারি আরেকটি পরিপত্র জারি

কী কী যাচাই করতে হবে: অনলাইনে জমির খতিয়ান দেখার নিয়ম১. জরিপের মাধ্যমে প্রণীত রেকর্ড অর্থাৎ খতিয়ান ও নকশা যাচাই করতে হবে।২. জমির তফসিল অর্থাৎ জমির মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর উক্ত দাগে জমির মোট পরিমাণ জানতে হবে।৩. প্রযোজ্য ক্ষেত্রে সিএস;

এখন থেকে অনলাইনে মাত্র পাঁচ মিনিটে জমির খতিয়ানের কপি সংগ্রহ করা যাবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহায়তায় এই পদ্ধতিতে land.gov.bd বা rsk.land.gov.bd বা www.minland.gov.bd বা মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে খতিয়ানের কপি সংগ্রহ করা যাবে। এর আগে, গত বুধবার (২৭ ফেব্রুয়ারি)