যে কোনো মৌজার ম্যাপ কিভাবে সংগ্রহ করবেন?

FB IMG 1634017158505
Spread the love

যে কোনো মৌজার ম্যাপ কিভাবে সংগ্রহ করবেন???

যে কোনো জেলার, যে কোনো মৌজার ম্যাপ ( স্ক্যান কপি) সংগ্রহের নিয়মাবলি।

মৌজা ম্যপের আবেদন এর জন্য যে যে তথ্য গুলো প্রয়োজন তা হলো —-
জেলার নাম,
থনা/উপজেলার নাম,
মৌজার নাম,
জে. এল নং,
ম্যপের নাম/ ম্যপের ধরন ( CS/ RS/ SA/ BS ইত্যাদি)
সিট নং,
দাগ নং ( যদি মৌজাটির একাধিক সিট থেকে আপনার কোন সিটটি প্রয়োজন তা নিশ্চিত না হন, তাহলে আপনার জমির দাগ নং উল্লেখ করে দিবেন।)
★★★

চিত্রে মৌজা ম্যাপ সংগ্রহের আবেদন পত্রের নমুনা কপি দেওয়া হলো।
এবং
( ভূমি মন্ত্রণালয়ের ১৯/০৮/২০১৫খ্রিঃ তারিখে, ৩১.০০.০০০০.০০৪৯.০০৭.০০৫.১৩-৩০৪ নং স্মারক-এর পরিপত্র অনুযায়ী।)

মৌজা ম্যাপ প্রাপ্তিস্থান::::

# চূড়ান্ত প্রকাশনাকালীন সরকার নির্ধারিত মূল্য পরিশোধ সাপেক্ষে চূড়ান্ত উপজেলা সেটেলমেন্ট অফিসের আওতাধীন প্রকাশনা ক্যাম্প হতে মৌজা ম্যাপ সংগ্রহ করা যায়;
# চূড়ান্ত প্রকাশনা সমাপনান্তে জেলা প্রশাসকের দপ্তরে রেকর্ড ভলিউমের সাথে মৌজা ম্যাপ হস্তান্তর করা হয়।
# স্টক থাকা সাপেক্ষে মৌজা ম্যাপের প্রিন্টেড কপি জেলা প্রশাসকের রেকর্ডরুম থেকে সংগ্রহ করা যায়।
# মৌজা ম্যাপের কাস্টডিয়ান পরিচালক(জরিপ), ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর,তেজগাঁও, ঢাকা-১২০৮।
# ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে মৌজা ম্যাপের স্ক্যান কপি দেয়ার ব্যবস্থা আছে।
# দরখাস্তের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে মৌজা ম্যাপের স্ক্যান কপি সংগ্রহ করা যায।
# মৌজা ম্যাপ ছাড়া ও অন্যান্য ম্যাপ যেমন, থানা ম্যাপ, জেলা ম্যাপ ও বাংলাদেশ ম্যাপ ভুমি রেকর্ড ও জরিপ অদিদপ্তর হতে সংগ্রহের সুযোগ আছে।
অন্যান্য ম্যাপ :
# মৌজা ম্যাপ ছাড়াও নিম্নবর্ণিত ম্যাপসমূহ পরিচালক(জরিপ), ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, হতে সংগ্রহ করা যায়।
* থানা ম্যাপ(মুদ্রিত)।
* জেলা ম্যাপ (মুদিত), সাদা-কালো।
* জেলা ম্যাপ (মুদ্রিত), রঙিন।
* বাংলাদেশ ম্যাপ, (মুদ্রিত)।
প্রয়োজনীয় ফি:
$ বিভিন্ন রকমের ম্যাপ ও খতিয়ানের বিক্রয়মূল্য নিম্নে প্রদত্ত হলো:

ভূমি মন্ত্রণালয়ের ১৯/০৮/২০১৫খ্রিঃ তারিখে, ৩১.০০.০০০০.০০৪৯.০০৭.০০৫.১৩-৩০৪ নং স্মারক-এর পরিপত্র অনুযায়ী।

ক্রমিক নং আইটেমের নাম সরকার নির্ধারিত মূল্য
০১ মৌজা ম্যাপ (মুদ্রিত/স্ক্যান কপি) ৫০০/-
০২ থানা ম্যাপ(মুদ্রিত) ৭০০/-
০৩ জেলা ম্যাপ(মুদ্রিত), সাদা-কালো ৮০০/-
০৪ জেলা ম্যাপ(মুদ্রিত), রঙিন ১,০০০/-
০৫ বাংলাদেশ ম্যাপ (মুদ্রিত) ১,৫০০/-
০৬ খতিয়ান (মুদ্রিত) ১০০/-
(পরিপত্র টি সংগৃহীত)


Spread the love

Join The Discussion

Compare listings

Compare