ইউনিয়ন ভুমি অফিসের কাজ

ইউনিয়ন
Spread the love

ইউনিয়ন ভুমি অফিসের কাজ কি?

ক্রমিকনংসেবারনামসেবাপ্রদানেরসময়সীমাসেবাপ্রদানেরপদ্ধতিসেবাপ্রদানেরস্থান
০১ভূমি উন্নয়ন কর (কৃষি ও অকৃষি)আদায়০১ জুলাই হতে ৩০ জুন (এক আর্থিক বছর)সরকার কর্তৃক নির্ধারিত নীতি মালা অনুসারে।ইউনিয়ন ভূমি অফিস(সংশিস্নষ্ট)
০২পেরী-ফেরী ভূক্ত বাজারের অস্থায়ী একসনা লীজ নবায়ন। অনুর্ধ্ব ১৫ দিন প্রকৃতব্যবসায়ী ট্রেড লাইসেন্স থাকতে হবে। নীতিমালা অনুযায়ী প্রস্তাব উপজেলানির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয়। ইউনিয়নভূমি অফিসের প্রতিবেদনের আলোকে লীজের শর্তভঙ্গ না করলে সরকার কর্তৃকনির্ধারিত হারে লীজমানি গ্রহণপূর্বক নবায়ণ করা হয় এবং ডিসিআর প্রদান করাহয়।ইউনিয়ন ভূমি অফিস।উপজেলা ভূমি অফিস 
০৩অর্পিত সম্পত্তির নবায়ন অনুর্ধ্ব ১৫ দিনইউনিয়নভূমি অফিসের প্রতিবেদনের ভিত্তিতে লীজের শর্তভঙ্গ না করলে সরকারী নীতিমালার আলোকে লীজমানি গ্রহণপূর্বক নবায়ণ করা হয় এবং ডিসিআর প্রদান করা হয়।ইউনিয়ন ভূমি অফিস।উপজেলা ভূমি অফিস 

মিউটেশন (নামজারী)জমাভাগওজমাএকত্রিকরনসংক্রান্তনিয়মাবলী

মিউটেশনের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর দরখাসত্ম দাখিল করতে হবে।

মিউটেশনের আবেদনের সাথে নিম্ন বর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে।

(ক)প্রযোজ্যক্ষেত্রেঃ ১।ক্রয় ও প্রয়োজনীয় বায়া দলিলের কপি। ২। ওয়ারিশ সনদপত্র  ৩। হেবা দলিলের কপিএবং সকল রেকর্ড বা পর্চা খতিয়ানের সার্টি ফাইড কপি। ৪। সর্বশেষ জরিপের পরথেকে বায়া /পিট দলিল এর সার্টি ফাইড/ফটোকপি

৫। ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা ।  ৬। তফফিল বর্ণিত চৌহদ্দিসহ কলমি নকসা ০১ কপি।

(খ)মিউটেশনেরখরচঃ

(ক) আবেদন বাবদ কোর্ট ফি = ৫/- (পাঁচ টাকা)

(খ) নোটিশ জারী ফি = ২/- (দুই টাকা) (অনাধিক ৪ জনের জন্য ) চার জনের অধিক প্রতিজনের জন্য আরো ০.৫০ টাকা হিসাবে আদায় করা হবে।

(গ) রেকর্ড সংশোধন ফি = ২০০/- (দুইশত) টাকা।

(ঘ) প্রতিকপি মিউটেশন খতিয়ান ফি = ৪৩/- (তেতালি­শ) টাকা।

সর্বমোট= ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা + চার জনের অধিক হলে নোটিশ জারী ফি প্রতিজনের জন্য আরো ০.৫০ টাকা হিসেবে আদায় করা হবে।

ইউনিয়ন

বিঃদ্রঃদরখাস্ত জমা দেওয়ার দিন থেকে ৪৫ দিনের মধ্যে মিউটেশন কেস নিষ্পত্তি না হলেএবং উলে­খিত খরচের অতিরিক্ত ফি কেউ দাবী করলে সহকারী কমিশনার (ভূমি)/উপজেলা নির্বাহী অফিসার/রেভিনিউ ডেপুটি কালেক্টর/অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) অথবা জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করুন।

ভূমি উন্নয়ন করের দাবী নির্ধারনঃ

ইউনিয়ন ভূমি অফিসবিগত অর্থছরের দাবীবিগত অর্থবছরের আদায়বিগত অর্থবছরে আদায়ের হারবর্তমান অর্থবছরের দাবীদাবী বৃদ্ধি (টাকায়)দাবী বৃদ্ধির হারমমত্মব্য
বাজনাব       
ইউনিয়ন ভূমি অফিসবিগত অর্থছরের দাবীবিগত অর্থবছরের আদায়বিগত অর্থবছরে আদায়ের হারবর্তমান অর্থবছরের দাবীদাবী বৃদ্ধি (টাকায়)দাবী বৃদ্ধির হারমমত্মব্য
বাজনাব       

ভূমিউন্নয়নকরের (সাধারণ)দাবীআদায়ঃ

ক্রমিকনংইউনিয়ন ভূমি অফিসবর্তমান অর্থছরের দাবীবিবেচ্য মাসে আদায়ের টার্গেটবিবেচ্য মাসে আদায়বিবেচ্য মাসে আদায়ের হারবিগত মাসে আদায়মমত্মব্য
০১বাজনাব      

নামজারী-জমাখারিজেরআবেদননিষ্পত্তিঃ

ক্রমিক নংইউনিয়ন ভূমি অফিসবিগত মাস পর্যমত্ম পেন্ডিং আবেদনের সংখ্যাবিবেচ্য মাসে দায়েরমোট আবেদনের সংখ্যাবিবেচ্য মাসে নিষ্পত্তিনিষ্পত্তির হারঅনিষ্পন্ন আবেদনের সংখ্যা
০১বাজনাব      

কৃষিখাসজমিবন্দোবস্ত

ক্রমিক নংইউনিয়ন ভূমি অফিসবর্তমানে বন্দোবসত্মযোগ্য কৃষি খাস জমির পরিমানবিবেচ্য মাসে বন্দোবসত্মকৃত কৃষি খাস জমির পরিমানবিবেচ্য মাসে উপকারভোগীপরিবারের সংখ্যাকবুলিয়ত সম্পাদন হয়েছে এমন পরিবারের সংখ্যাঅবৈধ দখলীয় কৃষি খাস জমির পরিমানমামলা মোকদ্দমার জড়িত কৃষি খাস জমির পরিমানবন্দোবসত্মযোগী নয় এরূপ কৃষি খাস জমির পরিমান
০১ বাজনাব       

অর্পিতসম্পত্তিব্যবস্থাপনাঃ

ক্রমিক নংইউনিয়ন ভূমি অফিসের নাম অর্পিত সম্পত্তির পরিমানঅর্পিত সম্পত্তির ইজারাবিগত অর্থবছরের দাবী ও আদায়বর্তমান অর্থবছরের দাবী ও আদায়মমত্মব্য
বকেয়াহালমোট
   
  প্রত্যর্পনযোগ্যঅনিবাসীইজারাভূক্তইজারাবিহীনদাবীআদায়হারদাবীবিবেচ্য মাস পর্যমত্ম আদায়হার 
০১ বাজনাব           
              

বিবিধপাবলিকপিটিশননিষ্পত্তিঃ

ক্রঃ নংইউনিয়ন ভূমি অফিসবিগত মাস পর্যমত্ম পেন্ডিং পাবলিক পিটিশনের সংখ্যাবিবেচ্য মাসে আগত পাবলিক পিটিশনের সংখ্যা বিবেচ্য মাসে নিষ্পত্তিকৃত পাবলিক পিটিশনের সংখ্যামাস শেষে পেন্ডিং পাবলিক টিটিশনের সংখ্যামমত্মব্য
০১ বাজনাব     

. জনদুর্ভোগ লাঘব ও সেবার মান উন্নয়নে গৃহীত বিশেষ উদ্যোগঃ সহকারী কমিশনার(ভূমি) এর নিকট সরাসরি স্বাক্ষাতের মাধ্যমে যে কোন অভিযোগ/ আবেদন তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হয়েছে।


Spread the love

Join The Discussion

Compare listings

Compare