খতিয়ান অনুসন্ধান অনলাইনে ভূমি তথ্য অনুসন্ধান (খতিয়ান বের করার নিয়ম ২০২২)

ই খতিয়ান
Spread the love

খতিয়ান অনুসন্ধান অনলাইনে ভূমি তথ্য অনুসন্ধান (খতিয়ান বের করার নিয়ম ২০২২)

খতিয়ান

প্রিয় ভিজিটর, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জমি সংক্রান্ত যাবতীয় দিকনির্দেশনা পেয়ে যাবেন। আপনারা যারা জমি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চান তারা আমাদের ওয়েবসাইটের পোষ্টের মাধ্যমে সকল তথ্যের সমন্বয় ঘটিয়ে আপনাদের মাঝে শেয়ার করা হয়েছে। আজকে আপনারা এই পোষ্টের মাধ্যমে খতিয়ান বের করার নিয়ম জানতে পারবেন। যাদের খতিয়ান বের করা প্রয়োজন তারা নিচের দেখানো নিয়ম অনুসরণ করুন। ভূমি অফিসে দৌড়াদৌড়ি না করে আপনাদের নিজেদের ফোন থেকে খতিয়ান বের করার নিয়ম শিখে ফেলুন।

খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান

FB IMG 1622276266937

এতে আপনার যেকোনো প্রয়োজনীয় মুহূর্তে তা সহজেই বের করতে পারবেন এবং আমাদের প্রয়োজনীয় কার্য সমাধা করতে পারবেন। আপনারা খতিয়ান বের করার নিয়ম এর পাশাপাশি আমাদের ওয়েবসাইট থেকে বিএস খতিয়ান এবং আর এস খতিয়ান বের করার নিয়ম সুন্দর ভাবে জানতে পারবেন। নিচে খতিয়ান বের করার নিয়ম আপনারা দেখুন। তাছাড়া বিএস খতিয়ান এবং আর এস খতিয়ান বের করার নিয়ম প্রায় একই। নিচের দেখানো নিয়ম অনুসরণ করলে আপনারা উক্ত দুই খতিয়ান এর তথ্য বের করতে পারবেন।

খতিয়ান অনুসন্ধান

আপনার ফোনের যেকোন একটি ব্রাউজার চলে যাবেন। সেখানে গিয়ে আপনারা ইংরেজিতে লিখবেন অথবা এই লিংকটি কপি করে দেবেন। আপনারা যদি লিখতে চান তাহলে দেখবেন যে rsk.land.gov.bd । তাহলে সার্চ ইঞ্জিনের প্রথম পেজেই অনেকগুলো ফলাফল দেখাবে। তারমধ্যে আপনারা যেটাতে আর এস খতিয়ান নামক লেখা দেখতে পাবেন সেটির ভেতরে প্রবেশ করবেন।

তারপরে আপ্নারা একটু নিচে চলে গেলেই দেখতে পাবেন খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান নামক অপশন। তার নীচের ঘরে কিছু তথ্য পূরণ করলেই আপনারা খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করে খুঁজে পাবেন। নিচের ঘরগুলোতে আপনারা বিভাগ নির্বাচন করুন। বিভাগ নির্বাচনের পরে জেলা নির্বাচন করুন। তারপরে আপ্নারা উপজেলা বা সার্কেল নির্বাচন করুন। তার নিচে গিয়ে আপনারা মৌজার নাম বাংলাতে লিখুন। অথবা মৌজা থেকে আপনারা অনেক অপশন পাবেন সে অপশন গুলো থেকে আপনি যে মৌজার খতিয়ান জানতে চান সেই মৌজা সিলেক্ট করুন।

আপনাদের উপরের তথ্যগুলো সকল ঘর পূরণ করা হয়ে গেলে নিচে আরও চারটি অপশন আসবে। এই অপশন গুলোর মাধ্যমে আপনারা খতিয়ান বা দাগ নম্বর অনুসন্ধান করতে পারবেন। এই ক্ষতি আমি গুলো অনুসন্ধান করার জন্য আপনাদের দলিলের খতিয়ান নাম্বার দিয়ে চেষ্টা করতে পারেন। তাছাড়া আপনারা দাগ নাম্বার অনুযায়ী, মালিকানার নাম অনুযায়ী এবং পিতা বা স্বামীর নাম অনুযায়ী খতিয়ান অনুসন্ধান করতে পারবেন। আপনাদের যেভাবে খতিয়ান দেখতে চান সেভাবে তথ্য পূরণ করে নিতে যে যোগফল প্রদান করতে বলা হয়েছে সেটা পূরণ করে সঠিক তথ্য বসিয়ে দিন।

তারপরে আপনারা খুঁজুন অপশনটিতে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলেই এবং আপনাদের তথ্যগুলো যদি বসানো সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের খতিয়ান এর তথ্য পেয়ে যাবেন। আপনারা সঠিক তথ্য প্রদানের মাধ্যমে খতিয়ান দাগের নম্বর এবং মোট জমির পরিমাণ দেখতে পারবেন। এখানে জমির পরিমাণ একর আকারে প্রকাশ করা হবে। তাছাড়া আপনার এই খতিয়ান নাম্বার এ মোট জমির পরিমান কতটুকু তা উল্লেখ করা থাকবে।

খতিয়ানের পাশাপাশি যদি আপনারা মৌজা ম্যাপ পেতে চান তাহলে আপনাদের উপরিউক্ত ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন। উপরিউক্ত ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা মৌজা ম্যাপ নামক একটি অপশন পাবেন। সেখানে আপনারা যে এলাকায় বসবাস করেন সে এলাকার সকল তথ্য সঠিক ভাবে বসাবেন এবং মৌজা সিলেক্ট করবেন। তারপরে আপনারা ভেরিফাইড করার জন্য যোগফল বসাবেন। তবে বর্তমানে শুধু ঢাকা সিটি কর্পোরেশনের মৌজা ম্যাপ পাওয়া যাচ্ছে। পরবর্তীতে সকল অঞ্চলের মৌজা ম্যাপ অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে।

আশা করি আপনারা জমির খতিয়ান বের করার নিয়ম শিখে ফেলেছেন। তাছাড়া আমাদের ওয়েবসাইট থেকে আপনারা বিএস খতিয়ান এবং আর এস খতিয়ান বের করার নিয়ম জানতে পারবেন। জমি সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আপনাদের জানা থাকে তাহলে আমাদের অবশ্যই মন্তব্য বক্সে করবেন। আমরা এর সঠিক সমাধান নিয়ে আপনার মন্তব্যের উত্তর প্রদান করব।

Dear visitors, through our website you will get all the land related directions. Those of you who want to know the answers to various questions related to land have been shared among you by combining all the information through the post on our website. Today you will be able to know the rules of taking out the ledger through this post. Those who need to get the ledger should follow the rules shown below. Learn how to get the ledger out of your own phone without rushing to the land office.

Search the ledger and spot information
This will allow you to easily find it at any time you need and will be able to solve our necessary tasks. You will be able to know the rules of extracting ledger as well as the rules of extracting BS ledger and RS ledger from our website in a beautiful way. See below the rules for taking out the ledger. Moreover, the rules for issuing BS Khatian and RS Khatian are almost the same. If you follow the rules shown below, you will be able to find out the information of the two ledgers.

Ledger search

Leave any browser on your phone. There you can write in English or copy this link. If you want to write, see rsk.land.gov.bd. Then the first page of the search engine will show a lot of results. In the meantime you will see the text called RS Khatian.

Then when you go down a little you will see the option called search of ledger and spot information. If you fill in some information in the box below it, you will find the information of the ledger and dag by searching. In the fields below you select the category. Select the district after the division selection. Then select your upazila or circle. Go below it and write the name of the mouza in Bengali. Or you will get many options from the mouza. Select the mouza from which you want to know the mouza ledger.

Once all of the above information is filled in, you will see four more options below. With these options you can search the ledger or spot number. I can try to find out the damage with your ledger number. Moreover, you can search the ledger according to the dag number, according to the name of the owner and the name of the father or husband. Enter the correct information by filling in the sum that you have been asked to fill in to fill in the information the way you want to see the ledger.

Then you click on the Find option. If you click there and if your information is correct then you will definitely get the information in your ledger. You can see the number of ledger spots and the total amount of land by providing accurate information. The amount of land here will be expressed in acres. Moreover, your ledger number will be mentioned in the total amount of land.

If you want to get Mouza Map along with Khatian, you can get it through the above website. By entering the above website you will get an option called Mouza Map. Enter all the information of the area where you live in the correct way and select the mouza. Then you add the sum for verification. However, at present only Dhaka City Corporation’s mouza map is available. Mouza maps of all regions will be uploaded on the official website later.

I hope you have learned the rules to get the land ledger. Moreover, from our website you can know the rules for extracting BS Khatian and RS Khatian. If you have any questions regarding land then you must leave us in the comment box. We will respond to your comments with the correct solution.


Spread the love

Join The Discussion

Compare listings

Compare