অনলাইনে জমির খতিয়ান যাচাই করার পদ্ধতি

ই খতিয়ান
Spread the love

খতিয়ান অনলাইনে জমির খতিয়ান যাচাই বর্তমানে প্রায় সব ধরনের খতিয়ান অনলাইনে পাওয়া যাচ্ছে। নিচের লিংকে ক্লিক করে এবং প্রয়োজনীয় অপশন গুলো পূরণ ও সার্চ করে আপনার খতিয়ান যাচাই করুন। সার্চ করার পূর্বে নিচে লিখিত সার্চ করার পদ্ধতি পড়ুন।

এখানে ক্লিক করে খতিয়ান যাচাই করুন।

যাচাই পদ্ধতিঃ

১। প্রথমে বিভাগ ঘর থেকে আপনার বিভাগ বাছাই করুন।

২। এরপর জেলা ঘরে ক্লিক করলে আপনার বিভাগের অধীন সকল জেলা দেখতে পাবেন, আপনার জেলায় ক্লিক করুন।

৩। উপজেলার ঘরে ক্লিক করলে আপনার জেলার সকল উপজেলার নাম দেখতে পাবেন, আপনার উপজেলার নামে ক্লিক করুন।

৪। এরপর মৌজা ঘরে ক্লিক করলে আপনার উপজেলার যে সকল মৌজার খতিয়ান চুড়ান্ত হয়েছে, সে সকল মৌজার নাম দেখতে পাবেন। আপনার জমিটি যে মৌজায় অবস্থিত সেই মৌজার নামে ক্লিক করুন

www.eporcha.gov .bd
অনলাইনে জমির খতিয়ান যাচাই

Verification method:

  1. First select your category from the category house.
  2. Then click on the district cell to see all the districts under your division, click on your district.
  3. If you click on the upazila cell, you will see the names of all the upazilas of your district, click on the name of your upazila.
  4. Then, if you click on the mouza house, you will see the names of all the mouzas of your upazila which have been finalized. Click on the name of the mouza where your land is located.

Spread the love

Join The Discussion

Compare listings

Compare