৬৮ বছর পর জমির দখল পেলেন বাদী

FB IMG 1637464681125
Spread the love

৬৮ বছর পর জমির দখল পেলেন বাদী
১৯৫৩ সালে মামলা।

FB IMG 1637464681125

১৯৫৩ সালে শুরু হওয়া বিরামপুর উপজেলার একটি বাটোয়ারা মামলা ২০২১ সালে নিষ্পত্তির পর আদালতের আদেশ মতে শনিবার (২০ নভেম্বর) প্রশাসন উপস্থিত থেকে ঢোল পিটিয়ে ও লাল পতাকা দিয়ে বাদি পক্ষকে ১৬.৭৫ একর জমির দখল বুঝিয়ে দিয়েছেন।

মামলা সূত্রে প্রকাশ, বর্তমান বিরামপুর উপজেলার কোঁচগ্রামের চৌধুরী পরিবারের মাঝে জমির ভাগ বাটোয়ারা নিয়ে ১৯৫৩ সালে ৭নং বাটোয়ারা মামলার সূত্রপাত হয়। দীর্ঘদিন মামলা চলার পর ২০২১ সালে দিনাজপুর জেলা যুগ্ম আদালত বাদি মোঃ নাহিম চৌধুরী দিং পক্ষে ডিক্রি প্রদান করেন। করোনা কালে বিলম্বের পর আদালত বাদি পক্ষকে উল্লেখিত জমি ২০ নভেম্বর’২১ তারিখে আদালতের নির্দেশে আদালত নিযুক্ত প্রতিনিধি ও পুলিশ প্রশাসনকে ডিক্রিদারের নিকট জমির দখল বুঝিয়ে দিতে বলা হয়।

সে মোতাবেক শনিবার (২০ নভেম্বর) জেলা জজ আদালতের নাজির শাহ আলম, এডভোকেট কমিশনার আনারুল ইসলাম সরকার, বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্তের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঢোল পিটিয়ে, লাল পতাকা দিয়ে ডিক্রিদার পক্ষকে জমির দখল বুঝিয়ে দিয়েছেন। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, বিজ্ঞ আদালতের নির্দেশে ডিক্রিদার পক্ষকে জমির দখল বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে আমরা আইনী সহায়তা প্রদানের জন্য এসেছি।


Spread the love

Join The Discussion

Compare listings

Compare