//ভূমিমন্ত্রীর সাথে সুইস রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ//
বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের মান্যবর রাষ্ট্রদূত নাথালি শিউআখ্ (Nathalie Chuard) আজ বৃহস্পতিবার সকালে মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাথে সচিবালয়ে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
ভূমিমন্ত্রী ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনে সরকারের বিভিন্ন পরিকল্পনার ব্যাপারে রাষ্ট্রদূতকে অবহিত করেন। এসময় ডিজিটাল ভূমিসেবা স্থাপনে সুইস সহায়তা প্রয়োজন হলে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত।
বৈঠকে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম ও ভূমিসেবা ডিজিটালাইজেশন উদ্যোগ গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত নাথালি শিউআখ্। রাষ্ট্রদূত বলেন, গৃহ প্রদানের মানবিক এই উদ্যোগ বাংলাদেশে দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রাষ্ট্রদূত ভূমিমন্ত্রীকে আরও জানান ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রম বাংলাদেশে তথ্য অধিকার ও লৈঙ্গিক সমতা নিশ্চিত করতে এবং স্বচ্ছ, জবাবদিহি ও সর্বোপরি টেকসই সুশাসন নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে সুইস সরকার মনে করে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনেও টেকসই ভূমি ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি যোগ করেন। রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ সুইজারল্যান্ডের অন্যতম অগ্রাধিকার সহযোগী দেশ”।
ভূমিমন্ত্রী ২০২১ সালে বাংলাদেশের পুঁজি-বাজারের উপর সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিনিয়োগ শীর্ষ সম্মেলনে সুইস আতিথেয়তার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, সুইস সরকার, উদ্যোক্তা এবং বিনিয়োগকারীরা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। ভূমিমন্ত্রী এসময় দুই’দেশের মধ্যে কৌশলগত, বাণিজ্যিক ও বিশ্ব অংশীদারিত্বমূলক সম্পর্ককে আরও নিবিড় করার ব্যাপারে তাঁর দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এসময় দেশে স্থাপিত ১০০ টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সুইজারল্যান্ডের বিনিয়োগকারীদের বিনিয়োগের আহবান জানান ভূমিমন্ত্রী।
আলোচনার এক পর্যায়ে পার্বত্য চট্টগ্রামকে সুইস রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ডের নিকটতম সাদৃশ্যপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য হিসেবে অবহিত করেন। সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎকারের সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে সুইস দূতাবাসের জুনিয়র প্রোগ্রাম অফিসার জানা রোথলিসবার্গার (Jana Rothlisberger)।
//Swiss Ambassador to Bangladesh Paid Courtesy Call on Land Minister//
//Ambassador praised the Land Service Digitization//
(Dhaka, Thursday, February 10, 2022) H.E. Swiss Ambassador to Bangladesh, Nathalie Chuard paid a courtesy call on the Hon’ble Land Minister Saifuzzaman Chowdhury today Thursday at minister’s office at the secretariat.
The Land Minister appraised the Ambassador of Bangladesh government’s various initiatives of land management digitalization. Ambassador assured full cooperation in case Swiss assistance is required in setting up digital land services.
During the meeting, Ambassador Nathalie Chuard praised the strong leadership of Prime Minister Sheikh Hasina in taking up the initiatives of providing houses and land to the homeless and landless people, as well as initiatives of land service digitalization. The Ambassador said that the humanitarian initiative of giving away homes is playing an important role in poverty alleviation in Bangladesh.
The ambassador also informed the Land Minister that the Swiss government believes that the land service digitalization program is making an important contribution in ensuring the right to information and gender equality in Bangladesh as well as establishing transparency, accountability, and above all, sustainable good governance. He added that sustainable land management will also play an important role in fighting climate change and achieving SDG goals. The ambassador added that Bangladesh is one of the priority partner countries of Switzerland.
The Land Minister thanked the Ambassador for his Swiss hospitality at the 2021 Investment Summit on Bangladesh’s capital markets in Switzerland, saying the Swiss government, entrepreneurs and investors are one of the most important development partners in Bangladesh. Land Minister expressed his strong optimism on the strengthening of the strategic, commercial, and global partnerships between the two countries. The land minister urged Swiss investors to invest in the 100 special economic zones established in the country.
Chittagong Hill Tracts was the closest thing in Bangladesh to Switzerland – Swiss Ambassador said at one point during the discussion, while citing the alpine beauty of that region. Junior Program Officer of the Swiss Embassy in Bangladesh Jana Rothlisberger was also present at the moment