ভূমিহীনদের মাঝে কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান সেবা প্রদানকারী অফিসের নাম দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী সেবা প্রাপ্তির স্থান প্রয়োজনীয়…
সেবা প্রদানকারী অফিসের নাম | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী | সেবা প্রাপ্তির স্থান | প্রয়োজনীয় সময় | |
উপজেলা ভূমি অফিস | অতিরিক্ত জেলা প্রশাসক (রা)/উপজেলা নির্বাহী অফিসার/সহকারী কমিশনার (ভূমি) | উপজেলা ভূমি অফিস | সাধারণত৬০-৯০ দিন | |
সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ | আবেদন প্রাপ্তির পর আবেদনকারী প্রকৃত ভূমিহীন কি-না তা ইউনিয়ন পর্যায়ে প্রকাশ্য সভা আহ্বান করে উপজেলাকৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি কর্তৃক যাচাই করা হয়। পরবর্তীতে উপজেলা ভূমি অফিসে সংশ্লিষ্ট রেজিস্টারে এন্ট্রি (রেজিস্টার-১২) দিয়ে সরেজমিন তদন্ত ও রেকর্ডপত্র যাচাই অন্তে প্রস্তাব / প্রতিবেদন দাখিলের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হয়। চাহিত ভূমির অবস্থান ও রেকর্ডপত্র যাচাই করে প্রস্তাব / প্রতিবেদন উপজেলা ভূমি অফিসে প্রেরণ করা হয়। প্রাপ্ত প্রস্তাবের উপর উপজেলা ভূমি অফিসের কানুনগো/ সার্ভেয়ারের মতামত গ্রহণ এবং আবেদন সংশ্লিষ্ট কৃষি খাস জমির স্কেচ ম্যাপ তৈরি করা হয় । অত:পর বন্দোবস্ত প্রস্তাব উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভায় উপস্থাপননেরপরতাঅনুমোদিতহলেপরেতা জেলা কমিটিতে অনুমোদনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয়।জেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটিকর্তৃক চূড়ান্ত অনুমোদনের পর সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক কবুলিয়ত সম্পাদন এবং সাব রেজিষ্ট্রি অফিসের মাধ্যমে দলিল রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয় এবং ভূমিহীনদের দখল বুঝিয়ে দেয়া হয়। তাছাড়ানামজারি ও জমাভাগকরণ এবং রেকর্ড সংশোধনের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হয়ে থাকে।রেকর্ড সংশোধনঅন্তে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কর্তৃক তামিল প্রতিবেদন উপজেলা ভূমি অফিসে প্রেরণ করার মাধ্যমে কাজটি সম্পন্ন হয়ে থাকে। | |||
সেবা প্রাপ্তির শর্তাবলি | কৃষিখাসজমিব্যবস্থাপনাওবন্দোবস্ত নীতিমালা ১৯৯৭ এ বর্ণিত শর্তাবলি যেমন-১) ভূমিহীন হতে হবে২) কৃষি খাস জমির জন্য আবেদন হতে হবে | |||
প্রয়োজনীয় কাগজপত্র | ১. আবেদনপত্র, ছবি২. আবেদনকারীর ছবি স্থানীয় চেয়ারম্যান/মেম্বার দ্বারা সত্যায়িত হতে হবে৩. ভূমিহীনের সনদ৪. স্থানীয় চেয়ারম্যানের সনদ/জাতীয় পরিচয় পত্র | |||
প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ | সালামি – ১ টাকারেজিস্ট্রেশন ফি – ২৪০ টাকা | |||
সংশ্লিষ্ট আইন/বিধি/নীতিমালা | ১. কৃষিখাসজমিব্যবস্থাপনাওবন্দোবস্তনীতিমালা১৯৯৭২. এসএ এ্যান্ড টি এ্যাক্ট ১৯৫০৩. ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল ১৯৯০৪. ভূমি সংস্কার অধ্যাদেশ ১৯৮৪ | |||
নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা | জেলা প্রশাসক | |||
সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ | ক)নাগরিক পর্যায় | ১. ভূমি বিষয়ে যথাযথ জ্ঞানেরঅভাব২. দখল না পাবার আশংকা | ||
খ)সরকারি পর্যায় | ১. নিষ্কন্টক খাস কৃষি জমি চিহ্নিত করা২. মামলার সংশ্লিষ্টতা৩. প্রয়োজনীয় প্রচারের অভাব৪। দখল পুনরুদ্ধার |