যেভাবে তিন দিনে মিলবে মৌজা-ম্যাপের সার্টিফাইড কপি

মৌজা
Spread the love

আর দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য নির্ধারিত ফি জমা দিয়ে land.gov.bd বা rsk.land.gov.bd ওয়েবসাইট থেকে আরএস খতিয়ান ও মৌজা ম্যাপের সার্টিফাইড কপি পাওয়া যাবে।

ভূমি মন্ত্রণালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, মাত্র ৪৫ টাকার বিনিময়ে মোবাইল কিংবা অনলাইনে ফি পরিশোধ করে সরাসরি কিংবা ডাকযোগে তিন কার্যদিবসের মধ্যে আরএস খতিয়ান ও মৌজা ম্যাপের সার্টিফাইড কপি পাওয়া যাবে।

“মৌজা ম্যাপ পাওয়ার জন্য ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথমে সিট নম্বর বাছাই করতে হবে। এরপর ‘ক্যাপচা’র যোগফল লিখে ‘খুঁজুন’ বাটনে ক্লিক করলে মৌজা ম্যাপ/নকশা প্রদর্শিত হবে।

 

মৌজা
মৌজা

সার্টিফাইড কপি পেতে সার্টিফাইড বা অনলাইন কপির বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। প্রদর্শিত ফরমটি পূরণ করার পর প্রয়োজনীয় ফি মোবাইল ব্যাংকিং বা অনলাইনের মাধ্যমে দিয়ে তিন দিনের মধ্যে ডাকযোগে মৌজা ম্যাপ/নকশার সার্টিফাইড কপি পাওয়া যাবে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরএস খতিয়ানের ক্ষেত্রে খতিয়ান নম্বর দিতে হবে। এরপর ‘ক্যাপচা’র যোগফল লিখে ‘খুঁজুন’ বাটনে ক্লিক করলে পর্চা/ খতিয়ান প্রদর্শিত হবে। সার্টিফাইড কপি পেতে সার্টিফাইড বা অনলাইন কপির বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। প্রদর্শিত ফরমটি পূরণ করার পর প্রয়োজনীয় ফি মোবাইল ব্যাংকিং বা অনলাইনের মাধ্যমে দিয়ে তিন দিনের মধ্যে ডাকযোগে মৌজা আরএস খতিয়ানের সার্টিফাইড কপি পাওয়া যাবে।

গত ২ জানুয়ারি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা কালেক্টরেটের ভার্চুয়াল রেকর্ড রুমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আগামী ছয় মাসের মধ্যে সারা দেশে ভার্চুয়াল রেকর্ডরুম চালু হবে বলে সেদিন ঘোষণা দেন তিনি

মৌজা
মৌজা

আরও নিউজ পেতে ক্লিক করুন 


Spread the love

Join The Discussion

Compare listings

Compare