৫ কোটি ১২ লক্ষ খতিয়ান অনলাইনে আপলোড – ভূমিসচিব
শ্রেণি বহির্ভূত ভূমি ব্যবহার রোধে ও ভূমি কর ফাঁকি উদঘাটনে ব্যবস্থা
) ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ জানান ৫ কোটি ১২ লক্ষ খতিয়ান/পর্চা ইতোমধ্যে অনলাইনে আপলোড করা হয়েছে।
আজ রবিবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-এর আওতাভুক্ত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর মধ্যে এক সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে ভূমি সচিব প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এই তথ্য জানান। ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান এসময় উপস্থিত ছিলেন।
ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) প্রদীপ কুমার দাস এবং ডিপিডিসি’র কোম্পানি সচিব মোঃ আসাদুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকে জমির মালিক ও বিদ্যুৎ গ্রাহকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার ব্যাপারটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে
কোনো ব্যক্তির সকল বিদ্যুৎ সংযোগ স্থাপনার ঠিকানাসমূহের তথ্য সংগ্রহের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় জানতে পারবে সংশ্লিষ্ট ভূমিটি প্রকৃত অর্থে কি কাজে ব্যবহৃত হচ্ছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ভূমির শ্রেণি ও এর প্রকৃত ব্যবহার যাচাই করে শ্রেণি বহির্ভূত অবৈধ ভূমি ব্যবহারের তথ্য ও ভূমি উন্নয়ন কর ফাঁকি উদঘাটন করা সহজ হবে। এতে সরকারের প্রকৃত ভূমি রাজস্ব আহরণ বহুলাংশে বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।
অন্যদিকে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে কোন ব্যক্তি কর্তৃক প্রদর্শিত জমির দলিল বা দাখিলকৃত জমির দলিলের অনুলিপির সঠিকতা যাচাই করার মাধ্যমে ডিপিডিসি ভূমির প্রকৃত মালিকের তথ্য যাচাই করতে পারবে।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয় ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
5.12 crore RoR uploaded to online – Land Secretary
Measures to prevent ‘out of class’ land use and uncover tax evasion
Land Secretary Md. Mostafizur Rahman PAA said 5 crores and 12 Lakh Record of Rights (RoR/Khatiyan/Porcha) have already been uploaded online.
Land Secretary provided the information while delivering the chief guest’s address at a memorandum of understanding ceremony between the Ministry of Land and Dhaka Power Distribution Company Ltd. (DPDC) of the Ministry of Power, Energy, and Mineral Resources at the conference room of the Ministry of Land on today Sunday. DPDC Managing Director Engineer Bikash Dewan was present on the occasion.
Additional Secretary (Field Administration) of the Ministry of Land Pradip Kumar Das and DPDC Company Secretary Md. Asaduzzaman have signed the MOU on behalf of their respective organizations.
The MoU has given utmost importance to the protection of the personal information of the landowner and the electricity consumer.
By collecting the information of the addresses of all the power connections of an individual, the Ministry of Land will be able to know what the land is actually being used for. This will make it easier to uncover illegal ‘out of class’ land use information and land development tax evasion by verifying the class of concerned land and its actual use. It is expected that the actual land revenue collection of the government will increase significantly.
On the other hand, in the case of power connection, DPDC will be able to verify the information of the actual owner of the land by verifying the accuracy of the land document submitted by an individual or the copy of the submitted land deed.
Senior officials of the Ministry of Land and Dhaka Power Distribution Company Ltd were present on the occasion.
Additional Secretary (Field Administration) of the Ministry of Land Pradip Kumar Das and DPDC Company Secretary Md. Asaduzzaman have signed the MOU on behalf of their respective organizations.
The MoU has given utmost importance to the protection of the personal information of the landowner and the electricity consumer.
By collecting the information of the addresses of all the power connections of an individual, the Ministry of Land will be able to know what the land is actually being used for. This will make it easier to uncover illegal ‘out of class’ land use information and land development tax evasion by verifying the class of concerned land and its actual use. It is expected that the actual land revenue collection of the government will increase significantly.