ভূমি তথ্য ব্যাংক’ উদ্যোগের জন্য ভূমি মন্ত্রণালয় বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের জন্য মনোনীত

FB IMG 1658406380768
Spread the love

ভূমি তথ্য ব্যাংক’ উদ্যোগের জন্য ভূমি মন্ত্রণালয় বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের জন্য মনোনীত//
//’ভূমি তথ্য ব্যাংক’ এর মাধ্যমে উপাত্ত পরিচালিত নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে – ভূমিমন্ত্রী//

(ঢাকা, মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২) স্বচ্ছতা ও দক্ষতার সাথে সরকারি সম্পত্তির সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘ভূমি তথ্য ব্যাংক’-এর জন্য সংস্কার ক্যাটাগরিতে প্রতিষ্ঠান পর্যায়ে ভূমি মন্ত্রণালয়কে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২’-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের জন্য ভূমি মন্ত্রণালয় মনোনীত হওয়ায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ‘ভূমি তথ্য ব্যাংক’ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ‘ডিজিটাল বাংলাদেশ’-এর বাস্তবায়নের অংশ হিসেবে ‘ভূমি তথ্য ব্যাংক’ স্থাপন করা হয়েছে, যা সরকারি ভূ-সম্পদের সুষ্ঠু এবং কার্যকর ব্যবহারে সহায়তা করবে। এই উদ্যোগের সুফল এখন স্পষ্টতই দৃশ্যমান।

ভূমিমন্ত্রী আরও বলেন, দক্ষ ভূমি সেবা দেওয়ার জন্য প্রয়োজন দক্ষ ভূমি প্রশাসন। ভূমি প্রশাসন দক্ষ করে গড়ে তোলার জন্য গৃহীত নানা উদ্যোগের একটি ভূমি তথ্য ব্যাংক। এর মাধ্যমে ভূমি প্রশাসনে এখন অতিদ্রুত উপাত্ত পরিচালিত নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হচ্ছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের (২০২১) ৮ই সেপ্টেম্বর ভূমি তথ্য ব্যাংক (ল্যান্ড ডাটা ব্যাংক) উদ্বোধন করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম গতকাল ১৮ জুলাই ২০২২ তারিখ সন্ধ্যায় ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ-কে পত্রের মাধ্যমে উপর্যুক্ত পদকের জন্য মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন।

জলমহাল, বালু মহাল, লবণ মহাল, চা বাগান, চিংড়ি মহাল, পরিত্যক্ত সম্পত্তি, হাট বাজার, অধিগ্রহণ, খাস জমি, অর্পিত সম্পত্তিসহ সকল সরকারি ভূসম্পত্তির তথ্য হালনাগাদ করে সংরক্ষণ করা হচ্ছে ভূমি তথ্য ব্যাংকে। ইতোমধ্যে ভূমি তথ্য ব্যাংকে ৩৮হাজার ৭শ ৪৩টি জলমহাল, ৫১৮টি বালুমহাল, ১৫১টি চা বাগান, ১৫০টি লবণ মহাল, ১ হাজার ৫শত ৮১টি চিংড়ী মহাল, ৯হাজার ৬শ ২৮টি হাটবাজার এবং ৩৭হাজার ৩০একর অধিগ্রহণ সম্পর্কিত তথ্য আপডেট করা হয়েছে। এই প্রসঙ্গে ভূমি সচিব জানান প্রায় ৮৫ শতাংশ ডাটা হালনাগাদ করা হয়েছে।

এই তথ্য সারা দেশের এসি ল্যান্ড, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার সহ গুরুত্বপূৰ্ণ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবহার করতে পারছেন। ২৪ ঘণ্টার আপডেট, পুরো সপ্তাহের তথ্য, এমনকি মাসভিত্তিক হিসেব করে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের বিস্তারিত ভূমির তথ্য এক ক্লিকে জানা যাচ্ছে। একই সাথে এসব সরকারি ভূ-সম্পদ ইজারা দেওয়ার সিস্টেমও তৈরি করা হচ্ছে। ফলে সংশ্লিষ্ট প্রকৃত পেশাজীবী ও ব্যবসায়ীদের কাছে স্বচ্ছ ও দক্ষতার সাথে সরকারি সম্পদ ইজারা দেওয়া সম্ভব হচ্ছে। ইতোমধ্যে জলমহাল আবেদন সিস্টেম চালু করা হয়েছে।

এছাড়া, অবৈধ দখল থেকে সরকারি সম্পদ উদ্ধারের হার বৃদ্ধি এবং ভূমি সংক্রান্ত দালাল ও জালিয়াত চক্রের দৌরাত্ম্য হ্রাস পাওয়া সহ এ উদ্যোগের ফলে দেশে বিভিন্ন উৎস থেকে রাজস্ব আদায়ের হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

‘ভূমি তথ্য ব্যাংক’ স্থাপনের ফলে একদিকে যেমন ভূমি উন্নয়ন কর আদায়, সরকারি ও খাসজমি রক্ষা, অর্পিত সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা এবং দক্ষতার সাথে সরকারি সম্পত্তি সংক্রান্ত মামলা পরিচালনার মাধ্যমে সরকারি স্বার্থ রক্ষা করা সম্ভব হচ্ছে, অন্যদিকে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমিসেবার নিশ্চয়তা দান করে সরকারের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হচ্ছে।

প্রসঙ্গত, ভূমি মন্ত্রণালয় কাজের স্বীকৃতি সরূপ ইতঃপূর্বে ই-নামজারি ব্যবস্থার জন্য মর্যাদাপূর্ণ ‘ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড’ এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর ব্যবস্থার জন্য জাতিসংঘের অধীনস্থ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের সম্মানজনক উইসিস প্রাইজ অর্জন করেছে।

//Land Ministry nominated for Bangabandhu Public Administration Award for ‘Land Data Bank’//
//Data driven policy making and decision making by Land Data Bank – Land Minister//

The Ministry of Land has been nominated for the ‘Bangabandhu Public Administration Award 2022’ at the institutional level in the reform category for the ‘Land Data Bank’ established with the aim of proper maintenance and management of government properties with transparency and efficiency.

Land Minister Saifuzzaman Chowdhury conveyed his warm wishes and congratulations to all those associated with the ‘Land Data Bank’ (Bhumi Tothiya Bank) initiative as the Ministry of Land was nominated for the Bangabandhu Public Administration Medal. He said while expressing reaction, that the ‘Land Data Bank’ has been set up as part of the implementation of Prime Minister Sheikh Hasina’s special initiative ‘Digital Bangladesh’, which will help in the efficient and effective utilization of government land resources. The benefits of this initiative are now clearly visible.

The land minister added that efficient land administration is imperative to provide efficient land services. Land Data Bank is one of the initiatives to make land administration efficient. Through this, it is now possible for land administration to take data-driven policymaking and decision-making.

Prime Minister Sheikh Hasina inaugurated the Land Data Bank on September 8th of the last year (2021).

Public Administration Ministry Senior Secretary K M Ali Azam confirmed Land Secretary Md Mustafizur Rahman PAA the nomination for the above award yesterday evening on 18 July 2022 by a letter.

The information of all government properties including Jal-Mahal (Water bodies), Balu-Mahal (sand quarries), Laban-Mahal (Salt field), Cha-Bagan (Tea Estate), Chingri-Mahal (Shrimp Field), Abandoned Property, Haat-Bazar (Market), Acquisition, Khas Land, Vested Property is being updated and stored to the Land Data Bank. Meanwhile, 38 thousand 743 Jala-Mahals, 518 Balu-Mahals, 151 Cha-Bagans, 150 Laban-Mahals, 1 thousand 581 Chingri-Mahals, 9 thousand 628 Haat-Bazars, and 37 thousand 30 acres acquisition-related information has been updated on the Land Data Bank. In this context, the Land Secretary said that about 85 percent of the data has been updated.

This information can be used by the concerned officials of important offices, including AC Land, Deputy Commissioner, and Divisional Commissioner’s office across the country. 24 hours updates, the entire week’s information, and even the detailed land information of Upazila, District, Division, and national level could be obtained by a click. At the same time, the system of leasing these government properties is also being developed. As a result, it is becoming possible to transparently and efficiently lease out government properties to the concerned bona fide professionals and businessmen. Jalmahal application system has already been launched.
Besides, this initiative has resulted in a significant increase in the rate of revenue collection from various sources in the country as well as an increase in the rate of recovery of government property from illegal possession and a reduction in the incidence of touts and frauds.

The establishment of ‘Land Data Bank’ is enabling on one hand to protect the government’s interest through the collection of Land Development Tax, protection of Khas Land, and proper management of Vested property; on the other hand, it will facilitate the government to achieve the UN Sustainable Development Goals by ensuring transparent and accountable land services and participation of all people.

The Land Ministry, in recognition of its work, has earlier won the prestigious ‘United Nations Public Service Award’ for the e-Mutation system and the prestigious WSIS Prize for Land Development Tax from the International Telecommunication Union of the United Nations.


Spread the love

Join The Discussion

Compare listings

Compare