ভূমি উন্নয়ন কর
এনআইডি দিয়ে সরাসরি ভূমি উন্নয়ন কর প্রদানের সুযোগ শীঘ্রই
৪ কোটি হোল্ডিং এর দাবী ক্যালকুলেশন আপডেট
ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমি উন্নয়ন কর প্রদান ব্যবস্থায় জাতীয় পরিচয় নম্বর ব্যবহার করে সরাসরি ভূমি উন্নয়ন কর প্রদান করার অপশন অন্তর্ভুক্ত করা হয়েছে। শীঘ্রই ভূমি মালিকগণ তাঁদের এনআইডি নম্বর ব্যবহার করে সরাসরি ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন।
গত ১৮ থেকে ২৪ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য ভূমি উন্নয়ন কর সিস্টেম সাময়িক বন্ধ রাখার পর ২৫ এপ্রিল থেকে পুনরায় চালু করা হয়েছে। রক্ষণাবেক্ষণের সময় ৪ কোটি হোল্ডিং এর দাবী ক্যালকুলেশন এবং ভূমি উন্নয়ন কর সিস্টেমে নতুন বাংলা বছরের ‘১৪২৯’ সম্পর্কিত বেশকিছু গুরুত্বপূর্ণ আপডেট করা হয়েছে। এছাড়া, ১৪২৮ সাল পর্যন্ত দাবী আদায় হয়েছে এমন হোল্ডিং গুলোতে সর্বশেষ সাল ১৪২৯ সংযুক্ত করা হয়েছে।
চালু হতে যাওয়া এনআইডি নম্বর দিয়ে সরাসরি ভূমি উন্নয়ন কর প্রদানের ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে, মূল ভূমি উন্নয়ন কর ব্যবস্থায় জমির মালিকের প্রোফাইলে না ঢুকেই জমির মালিকের নিবন্ধিত ও হোল্ডিং এন্ট্রি সম্পন্নকৃত জমির ভূমি উন্নয়ন কর দেওয়া যাবে। অর্থাৎ যেকোনো ব্যক্তি ভূমি উন্নয়ন কর অপরের পক্ষেও দিতে পারবেন। এই ব্যবস্থা অতিকর্মব্যস্ত মানুষের জন্য সুবিধাজনক হবে। তবে সম্পদের নিরাপত্তা নিশ্চিতের জন্য দাখিলা যেন কেবল জমির মূল মালিক গ্রহণ করতে পারেন তা নিশ্চিত করা হবে। এছাড়া, বর্তমানে অনলাইনে খাজনা পরিশোধের তিন দিনের মধ্যে পর কিউআর কোড-সম্বলিত অটোমেটেড দাখিলা প্রদানের ব্যবস্থা থাকলেও ভূমি উন্নয়ন কর প্রদানের সাথে সাথে দাখিলা প্রদানের বিষয়টি বিবেচনাধীন আছে।
উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমি (উন্নয়ন) কর ব্যবস্থা ডব্লিউএসআইএস (ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি) পুরস্কার প্রতিযোগিতায় “তথ্য-প্রযুক্তির প্রয়োগ: জীবনের সকল ক্ষেত্রে কল্যাণে – ই-সরকার” শীর্ষক ৭ নম্বর শ্রেণিতে নির্বাচিত পাঁচটি ‘চ্যাম্পিয়ন’ উদ্যোগের একটি হিসেবে মনোনীত হয়েছে।
উপর্যুক্ত প্রতিযোগিতায় ১৮টি ক্যাটাগরির প্রতিটিতে ৪ কিংবা ৫টি করে প্রকল্প/উদ্যোগকে ‘চ্যাম্পিয়ন’ ঘোষণা করা হয়েছে। এই ১৮টি ক্যাটাগরির ‘চ্যাম্পিয়ন’ প্রকল্প/উদ্যোগগুলোর মধ্যে থেকে প্রতিটি ক্যাটাগরিতে ১টি সেরা প্রকল্প/উদ্যোগকে আগামী মে মাসের শেষ সপ্তাহে ডব্লিউএসআইএস পুরস্কার ২০২২-এর চূড়ান্ত বিজয়ী হিসেবে ঘোষণা করার কথা রয়েছে।
গত ০৮ সেপ্টেম্বর ২০২১ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর ০৫ জানুয়ারি ২০২২ তারিখে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ১৬১২২ নম্বরে কল করেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করার সেবা কার্যক্রম উদ্বোধন করেন।
land development tax could be paid directly with NID soon
4 crore holding claims calculation updated
The digital land development tax payment system of the Ministry of Land has included the option of paying land development tax directly using the national identity number. landowners will be able to pay land development tax directly using their NID number very soon.
It is to be noted that the Land Development Tax system has been resumed from April 25 after the system was temporarily shut down for system maintenance from April 18 to 24, 2022. During the maintenance, a number of important updates have been made regarding the claim calculation of 4 crore holdings and the land development tax system related to the 1429 Bangla new year. In addition, the last year 1429 has been attached to the holdings that have been claimed up to 1428.
The introduced feature of the system of direct payment of land development tax with the NID number is that, the land development tax can be paid on the landowner’s registered and holding entry completed land without entering the profile of the landowner in the land development tax system. That is, any person can pay the land development tax on behalf of others. This system will be convenient for the busy people. However, it will be ensured that only the original owner of the land will receive the land tax paying receipt to ensure the property security. In addition, while there is currently the system for making automated submissions containing QR codes within three days of payment of rent online, the immediate issuance of payment receipt of land development tax is under consideration.
The Digital Land (Development) Tax system of the Bangladesh Ministry of Land has been chosen as one of the five champion projects of the WSIS (2022 (World Summit on the Information Society) contest in category 7 named ‘ICT applications: benefits in all aspects of life – E-government’.
In the above contest, 4 or 5 projects/initiatives in each of the 18 categories have been declared ‘Champions’. Out of these 18 categories of ‘Champion’ projects/initiatives, 1 best project/initiative in each category will be announced as the final winner of the WSIS Awards 2022 in the last week of next month, May.
Prime Minister Sheikh Hasina inaugurated the nationwide online land development tax payment system on September 8, 2021. On January 5, 2022, Land Minister Saifuzzaman Chowdhury inaugurated Land Development Taxes Payment by calling 16122.