পৃথিবীর যেকোনো স্থান থেকে ভূমি মামলার শুনানিতে অংশ নেওয়া যাবে

ভূমি মামলা
Spread the love

ভূমি রাজস্ব আদালতে অনলাইন শুনানি শুরু
পৃথিবীর যেকোনো স্থান থেকে ভূমি মামলার শুনানিতে অংশ নেওয়া যাবে

(ঢাকা, বুধবার, ০৯ জুন ২০২১) আজ বুধবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি রাজস্ব বিষয়ক আদালতে অনলাইন শুনানি ব্যবস্থা চালুর উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি ।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ সময় বলেন হাতের মুঠোয় ভূমিসেবা এখন আর কেবল স্লোগান নয়, বাস্তবতা। ভূমি রাজস্ব বিষয়ক আদালতে অনলাইন শুনানি ব্যবস্থা চালুর ফলে মানুষের হয়রানি ও ভোগান্তি কমানোর পাশাপাশি সময় সাশ্রয় নিশ্চিত করা যাবে।

ভূমিমন্ত্রী আরও বলেন, দক্ষ, স্বচ্ছ, জবাবদিহি ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার অভিলক্ষ্যকে সামনে রেখে একটি প্রযুক্তি নির্ভর আধুনিক ও টেকসই ভূমি রাজস্ব বিষয়ক বিচারিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই অনলাইন শুনানি ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর ফলে ঘরে বসেই ভূমি মামলার শুনানিতে অংশ নিতে পারবেন দেশের নাগরিকরা।

এসময় সবাইকে অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে রেজিস্ট্রেশন করার আহবান জানিয়ে সাইফুজ্জামান চৌধুরী আশা প্রকাশ করেন খুব শীঘ্রই অনলাইনে এলডি ট্যাক্স সিস্টেম সহ আরও বেশ কিছু ভূমিসেবা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। তিনি এ সময় বলেন, ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারের ‘ডিজিটাল বাংলাদেশ’-এর ফল আজকের বাস্তবের ডিজিটাল বাংলাদেশ।

অনুষ্ঠানের সভাপতি ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ জানান, এনআইডি নম্বর ও মোবাইল ভ্যারিফিকেশন-এর মাধ্যমে মামলার শুনানির নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া ভূমিমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী ভূমি সেবা দেওয়ার জন্য সারা দেশে বিভিন্ন শপিং মল, স্টেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দ্রুত কিয়স্ক বুথ স্থাপনে কথা জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ তসলীমুল ইসলাম এনডিসি, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, মুহাম্মদ সালেহউদ্দীন সহ ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এছাড়া বাংলাদেশের সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক ও স্থানীয় অংশীজন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মাঠ পর্যায়ে ভূমি আদালতে অনলাইন শুনানির ইতিবাচক প্রভাবের ব্যাপারে তাঁদের আশার কথা ব্যক্ত করেন।

উল্লেখ্য, প্রযুক্তি নির্ভর আধুনিক ও টেকসই ভূমি রাজস্ব বিষয়ক ব্যবস্থা গড়ে তুলতেই ভূমি সংক্রান্ত আদালতগুলোর বিচারিক কাজে অনলাইন শুনানি চালু করেছে সরকার। এ সম্পর্কিত একটি পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়। আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ (২০২০ সনের ১১ নং আইন) অনুসরণ করে দেশের সকল ভূমি রাজস্ব বিষয়ক আদালতের বিচারিক কার্যক্রমে বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি অনলাইন শুনানি নিশ্চিত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সেবা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন – এই তিন পার্বত্য জেলা ছাড়া অবশিষ্ট ৬১ জেলায় শুরু হচ্ছে।

সহকারী কমিশনার (ভূমি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) কর্তৃক পরিচালিত ভূমি রাজস্ব বিষয়ক, সহকারী সেটেলমেন্ট অফিসার ও সেটেলমেন্ট অফিসার কর্তৃক পরিচালিত সেটেলমেন্ট/জরিপ সংক্রান্ত, ভূমি আপীল বোর্ড (চেয়ারম্যান ও সদস্য) পরিচালিত আপিল সংশ্লিষ্ট এসব কোয়াসি জুডিশিয়াল আদালতের বিচারিক কার্যক্রমে অনলাইন শুনানি চালু করা হয়েছে।

নামজারি, জমাভাগ, বিবিধ মামলা, সেটেলমেন্ট, রেকর্ড সংশোধন, আপত্তি, আপিল ইত্যাদি ধরনের মামলা অনলাইনে শুনানি কার্যক্রমর অন্তর্ভুক্ত থাকবে। অনলাইনে শুনানি ব্যবস্থাপনা কাঠামোর ওয়েবসাইট এড্রেস: https://land.gov.bd/ । এই ওয়েবসাইটে গিয়ে একজন নাগরিক তাঁর প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে অনলাইনে মামলা শুনানির জন্য অনুরোধ করতে পারবেন ।

Online hearing in the Land Revenue Court set in
Anyone can attend case hearing from anywhere

Land Minister Saifuzzaman Chowdhury, MP, inaugurated the online hearing system of the Land Revenue Court in the conference room of the land ministry on Wednesday, today.

Land Minister Saifuzzaman Chowdhury said at the time that ‘Land service in the palm of hand’ is no longer just a slogan but a reality. The introduction of online hearing system in the Land Revenue Court will reduce harassment and suffering of the people as well as save time.

The land minister also said that the online hearing system has been set up to build a technology-based modern and sustainable land revenue judicial system keeping in view the objective of an efficient, transparent, accountable, and people-oriented land management system. As a result, the fellow citizens will be able to take part in the hearing of the land case sitting at home.

Saifuzzaman Chowdhury called upon all to register to pay land development tax online and hoped that Hon’ble Prime Minister Sheikh Hasina would officially inaugurate several more land services including an online LD tax system soon. He said at the time, the result of the ‘Digital Bangladesh’ of the 2008 election manifesto is today’s real Digital Bangladesh.

Chair of the program Land Secretary Md Mustafizur Rahman PAA said the security of the case hearing will be ensured through NID number and mobile verification. He also said that Kiosks (booths) will be set up at various important places including shopping malls and stations across the country to provide land service as per the plan of the land minister.

Land Appeal Board Chairman Md. Mashiur Rahman, Land Reforms Board Chairman Md Mostafa Kamal, Director General of Land Record and Survey Department Md. Taslimul Islam NDC, Additional Secretary of the Ministry of Land Pradip Kumar Das, and Muhammad Salehuddin were present among others.

All Divisional Commissioners and Deputy Commissioners of Bangladesh and local stakeholders participated in the inaugural function through video conferencing. At the time, the Deputy Commissioner of Chapainawabganj and the President of the Chapainawabganj District Bar Association expressed their hope for the positive impact of the online hearing in the land court at the field level.

It is to be noted that the government has introduced online hearings in the judicial procedure of land courts to build a modern and sustainable land revenue system based on technology. The Ministry of Land has issued a circular in this regard. Necessary steps have been taken to ensure online hearings in addition to the existing system in the judicial proceedings of all land revenue courts in the country by following the Use of Information Technology by Court Act, 2020 (Act No. 11 of 2020). The service is being rolled out in the 61 districts of the country except in Bandarban, Rangamati & Khagrachhari Hill districts.

Land revenue related court conducted by the Assistant Commissioner (Land), Additional Deputy Commissioner (Revenue) and Additional Divisional Commissioner (Revenue), Settlement / survey related court conducted by Assistant Settlement Officer and Settlement Officer, Appellate related court conducted by Land Appeal Board (Chairman and members) — Online hearings have been introduced in the judicial proceedings of these quasi-judicial courts.

Cases such as Mutation, Consolidation/separation of holding, miscellaneous cases, settlement, record correction, objections, appeals, etc. will be included in the online hearing procedure. Online hearing management framework website address is: https://land.gov.bd/ . By visiting this website, a citizen can request an online hearing by providing the necessary information.

ভূমি মামলা
ভূমি মামলা শুনানি

Spread the love

Join The Discussion

Compare listings

Compare