দুর্নীতি প্রতিরোধে দেশব্যাপী ভূমি অফিসে ঝটিকা পরিদর্শন বৃদ্ধি
দুর্নীতি প্রতিরোধে দেশব্যাপী অভিযোগপ্রাপ্ত ভূমি অফিসে ঝটিকা পরিদর্শন (surprise visit) বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
আজ রবিবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভূমি মন্ত্রণালয় ও ভূমি সম্পর্কিত বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ভূমিমন্ত্রী এ কথা জানান। এসময় ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
ভূমিমন্ত্রী আরও বলেন, দুর্নীতিমুক্ত ভূমিসেবা গড়তে আমরা আরও কঠোর হবো। মন্ত্রণালয় পর্যায়ে এত কার্যক্রম গ্রহণ করার পরও ভূমিসেবা গ্রহীতাদের থেকে প্রায়ই অভিযোগ আসছে, যা সত্যিই দুঃখজনক।
এসময় দক্ষ, স্বচ্ছ, জনবান্ধব ও জবাবদিহিমূলক ভূমিসেবা নিশ্চিত করতে না পারলে সার্বিকভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা বাস্তবায়ন করা সম্ভব হবেনা বলে মন্তব্য করেন ভূমিমন্ত্রী। “এজন্য জাতীয় স্বার্থে দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে” – তিনি যোগ বলেন।
মন্ত্রী আরও বলেন, প্রয়োজনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত ‘কাউন্সেলিং’ ও ‘রিফ্রেসার্স ট্রেনিং’ করানো হবে।
ভূমি অফিসে সারপ্রাইজ ভিজিটের সময় ভূমি মন্ত্রণালয়ের প্রতিনিধির সাথে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের প্রতিনিধি থাকার গুরুত্বের উপর জোর দেন ভূমিমন্ত্রী। এছাড়া, মাঠ পর্যায়ের জরিপ অফিসগুলো পরিদর্শনে জেলা প্রশাসক (কালেক্টর) ও বিভাগীয় কমিশনারদের দায়িত্ব দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে অনুরোধ পত্র পাঠানো হবে বলে জানান সাইফুজ্জামান চৌধুরী।
সভাপতির বক্তব্যে ভূমি সচিব বিভাগীয় কমিশনারদের জানান, চাহিদার ভিত্তিতে ভূমি অফিসের সংস্কার পরিকল্পনা নেওয়া হবে যেন সম্পদের সুষ্ঠু ব্যবহার হয়। তিনি আরও জানান, তহসিলদার (ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা) থেকে কানুনগো (এসিল্যান্ডের অধীনে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা) পদে পদোন্নতিপ্রাপ্ত ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া ছাড়া দায়িত্ব দেওয়া হবেনা।
নতুন হাট-বাজার সৃষ্টিতে প্রয়োজনে ভূমি অধিগ্রহণ, ভূমি লীজ দেওয়াতে নারীদের অগ্রাধিকার প্রদান, বড় ধরণের দুর্নীতিগুলো (মামলা) কেস-স্টাডি হিসেবে প্রশিক্ষণে পাঠদান, দীর্ঘমেয়াদি বন্দোবস্তকৃত ভূমির হস্তান্তর ফি কমানো সহ বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করে মতামত প্রকাশ করেন সভায় উপস্থিত বিভাগীয় কমিশনারবৃন্দ।
সভায় উপস্থিত বিভাগীয় কমিশনারগণ হচ্ছেন – মোঃ খলিলুর রহমান (ঢাকা), মোঃ কামরুল হাসান এনডিসি (চট্টগ্রাম), ড. মোঃ হুমায়ুন কবীর (রাজশাহী), মো: ইসমাইল হোসেন এনডিসি (খুলনা), মো: সাইফুল হাসান বাদল (বরিশাল), মোঃ খলিলুর রহমান (সিলেট), মোঃ আবদুল ওয়াহাব ভূঞা (রংপুর), মোঃ শফিকুর রেজা বিশ্বাস (ময়মনসিংহ)। এছাড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যেকোনো ভূমিসেবা গ্রহীতা কর্ম-দিবসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভূমিসেবা হটলাইন ১৬১২২ নম্বরে কল করে কিংবা info@minland.gov.bd ঠিকানায় ইমেইল করে তাঁদের মতামত, প্রতিক্রিয়া, অভিযোগ কিংবা পরামর্শ জানাতে পারেন।
//Surprise inspections to be stepped up at land offices across the country to check corruption//
Land Minister Saifuzzaman Chowdhury said surprise inspections (surprise visits) will be stepped up to prevent corruption in land offices across the country against which complaints have been received.
The land minister made the remarks while addressing the Divisional Commissioners coordination meeting on the land and land ministry as the chief guest at the conference room of the land ministry at the secretariat on Sunday. Land Secretary Md Mustafizur Rahman PAA presided over the meeting.
The land minister further said, “We will be stricter in building corruption-free land services.” Despite taking so much action at the ministry level, complaints are often coming from land service recipients, which is regrettable.
It will not be possible to implement Sonar Bangla, dreamt by Bangabandhu if efficient, transparent, people-friendly, and accountable land services are not ensured – the land minister said. “Therefore, more stringent steps will be taken to ensure corruption-free land services for the national interest,” he added.
The Minister further said that, if necessary, regular ‘counseling’ and ‘refresher training’ of field level officers will be conducted.
The Land Minister emphasized the importance of having a representative of the concerned Divisional Commissioner with the representative of the Ministry of Land during the surprise inspection at the Land Office. Besides, a request letter will be sent to the Cabinet Division to give the responsibility of inspecting the field level survey offices to the Deputy Commissioner (collector) and Divisional Commissioners, said, Saifuzzaman Chowdhury.
In his speech, the land secretary told the Divisional Commissioners that a plan would be taken to reform the land office based on demand for efficient uses of resources. He further said that no responsibility will be given to the Land Officers promoted from Tehsildar (Union Land Assistant Officer) to Kanungo (Officer of Upazila Land Office under AC Land) without training.
The Divisional Commissioners expressed their views by presenting various proposals including the acquisition of land to establish Hat-Bazar, giving priority to women in leasing land, Teaching Large-scale corruption incidents in the training as case-study, Reduction of a transfer fee of long-term leased land.
The Divisional Commissioners present at the meeting were – Md. Khalilur Rahman (Dhaka), Md. Kamrul Hasan NDC (Chittagong), Dr. Md. Humayun Kabir (Rajshahi), Md. Ismiel Hossain NDC (Khulna), Md. Saiful Hassan Badal (Barisal), Md. Khalilur Rahman (Sylhet), Md. Abdul Wahhab Bhuiyan (Rangpur), Md. Shafiqur Reza Biswas (Mymensingh). Besides, senior officials of the ministry were present at the coordination meeting of the Divisional Commissioners.
It is to be noted that any land service recipient can call the land service hotline 16122 from 9 am to 5 pm on working days or email at info@minland.gov.bd to give their views, feedback, complaints, or suggestions.