ঘুষ গ্রহণের অভিযোগে ভূমি অফিসের নাজির বরখাস্ত
(ঢাকা, রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২) উৎকোচ/ঘুষ গ্রহণের অভিযোগে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার শাকিব উদ্দীনকে সাময়িক বরখাস্ত করে, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করার জন্য ঠাকুরগাঁও জেলা প্রশাসককে আজ ভূমি মন্ত্রণালয় একটি পত্র প্রেরণ করেছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশিত ‘ভাইরাল’ ভিডিওর বরাতে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার শাকিব উদ্দীন ঘুষের বিনিময়ে কাজ করেন মর্মে সংবাদ প্রকাশিত হয়। নিয়মিত সংবাদ পর্যালোচনার সময় বিষয়টি ভূমি মন্ত্রণালয়ের নজরে আসে।
উপর্যুক্ত ভিডিওটিতে দেখা যায় যে, একজন সেবাগ্রহীতা সদ্য অনুমোদিত নামজারী (খারিজ) করতে এলে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার শাকিব উদ্দীন সেবাগ্রহীতাকে বলেন, – নামজারিতে একটি নাম ভুল হয়েছে সংশোধন করতে হবে এবং সব মিলে ১ হাজার টাকা লাগবে; এর কম হবেনা কারণ সংশোধন করতে হলে এটি উপরে পাঠাতে হবে, সেখানে টাকা চাবে। এমতাবস্থায়, সেবা গ্রহীতা ৭শত টাকা দেন এবং বাকি টাকা কাজ হলে দিবেন মর্মে বলেন।
পরবর্তীতে উপর্যুক্ত উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায় যে কাজটির জন্য নাজির শাকিব উদ্দীন টাকা নিয়েছিলেন সেটির আসলে তেমন কোনো ফি নেই।
Land office Nazir suspended on charges of taking bribery
Land Ministry has sent a letter to Thakurgaon Deputy Commissioner today to temporarily suspend Nazir Cum Cashier Shakib Uddin of Ranisankail Upazila Land Office of Thakurgaon district on charges of bribery and take action after investigation.
Various national dailies have mentioned, referencing a ‘viral’ video circulated across social media recently, that Nazir cum Cashier of Ranisankail Upazila Land Office of Thakurgaon District Shakib Uddin worked in exchange for a bribe. Land Ministry noticed the matter during regular news review.
When a service recipient came for completing the newly approved Mutation, Shakib Uddin, Nazir Cum Cashier of Ranisankail Upazila Land Office of Thakurgaon district told the service recipient, – there is an error in a name in the mutation, it needs to be corrected and it will cost taka 1000 in total; It won’t be less since it needs to be sent to higher officials to correct, they will ask money. In such a situation, the service recipient pays taka 700 and says that he will pay the remaining amount if the work is done.
The aforementioned Upazila Land Office source informed later that there is no such fee for the work for which Nazir Shakib Uddin took the money.