ভূমি সেবা স্মার্ট হচ্ছে

FB IMG 1662823427700
Spread the love

ভূমি সেবা স্মার্ট হচ্ছে
/ ভমি সেবা সম্পর্কিত তথ্য উন্মুক্তকরণ-এর উদ্যোগ/

ডিজিটাল ভূমি সেবাকে স্মার্ট ভূমিসেবায় রূপান্তর করার প্রক্রিয়া শুর করেছে ভূমি মন্ত্রণালয়। সরকারের ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের সার্বিক পরিকল্পনার অংশ হিসেবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশে এই পরিকল্পনা গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়।

FB IMG 1661118761288

ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ-এর তত্ত্বাবধানে ডিজিটাল ও স্মার্ট ভূমি সেবা স্থাপন কার্যক্রমে পরীক্ষামূলকভাবে প্রথমে ই-নামজারি সিস্টেম স্মার্ট করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রশ্ন-ভিত্তিক গাইডেড স্মার্ট ই-নামজারি ফরম ডিজাইন করা হয়েছে। এছাড়া, অনলাইনে নামজারি আবেদনের সময় সরকারের সার্ভারে রক্ষিত প্রযোজ্য ডাটা (উপাত্ত) ও ফাইল আপলোড হয়ে যাবার ব্যবস্থা করা হয়েছে। ফলে আবেদনকারী ই-নামজারি ফরম আরও দ্রুত সময়ে সহজে পূরণ করতে পারবেন। আপডেটকৃত সিস্টেমে প্রতিষ্ঠান/কোম্পানি ও ব্যক্তি মালিকানাধীন জমির জন্য আলাদা আলাদা নামজারি ফরম থাকছে। এছাড়া, ক্রয়/হেবা সূত্রে হস্তান্তরকৃত জমি নামজারি আবেদন নির্ভুলভাবে পূরণের সুবিধার্থে ফরম আপডেট করা হয়েছে। এই স্মার্ট ব্যবস্থা এই মাসের মধ্যেই পুরোপুরি চালু করা হবে।

ভূমি প্রশাসনে সুশাসন নিশ্চিত করা এবং ভূমি সেবা অধিকতর গণমূখী করার জন্য ভূমি সেবা সম্পর্কিত প্রযোজ্য সরকারি তথ্য উন্মুক্ত করারও উদ্যোগ গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়। ভূমি বিষয়ক প্রযোজ্য সরকারি তথ্য ও ডাটা সকলের কাছে উন্মুক্ত-করণের মাধ্যমে ভূমি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং তৈরি হবে মান সৃষ্টির সুযোগ। এই ক্ষেত্রেও ই-নামজারিকেই প্রথমে বাছাই করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনে আরও ডাটা উন্মুক্ত করা হবে। তবে জাতীয় এবং ব্যক্তি নিরাপত্তা হুমকির সম্মুখীন হয় এমন তথ্য কিংবা ডাটা কখনো উন্মুক্ত করা হবেনা।

প্রসঙ্গত, জাতীয় ভূমি সেবা কাঠামো www.land.gov.bd গিয়ে ই-নামজারি ট্যাবে ক্লিক করলেই বিগত ৯০ দিনের জাতীয়, বিভাগ ও জেলাওয়ারী ই-নামজারি আবেদনের সংখ্যা, মঞ্জুরের হার ও গড় নিষ্পত্তি দেখা যাবে। এছাড়া নিজ আবেদনের সর্বশেষ অবস্থা দেখার সুযোগ রেয়েছে। ইতঃপূর্বে ভূমি মন্ত্রণালয় ই-নামজারি ব্যবস্থার জন্য মর্যাদাপূর্ণ ‘ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড – ২০২০’ অর্জন করেছে।

/ Land Service is getting smart/
/ Land Service Data to be Open
/

The Ministry of Land has started the process of converting Digital Land Service into Smart Land Service. Lands Minister Saifuzzaman Chowdhury has directed to take this initiative to keep the Ministry of Land on the same page in the overall plan of the government to transform from Digital Bangladesh to Smart Bangladesh.

A plan to make the e-Mutation system smart has been taken up experimentally in the program of setting up digital and smart land services under the supervision of Land Secretary Md. Mustafizur Rahman PAA. As part of this, a question-based guided smart e-Mutation form has been designed. Besides, a provision has been made to upload the applicable data and files stored on the government server during the online registration application. As a result, the applicants can easily and quickly fill out the e-Mutation form. The updated system has separate registration forms for institution/company-owned land and individual-owned land. In addition, the form has been updated to facilitate the accurate filling of the land mutation application transferred from the purchase/Hiba. This smart system is going to be fully implemented by this month.

Ministry of Land ministry has also taken the initiative to open suitable government data/information related to land services to ensure good governance in land administration and to make land services more people-oriented. It will make land administration more transparent and accountable and promote opportunities of value creation By making suitable government information and data open. e-Mutation has been selected first here too. More data will be released as needed in the future. However, information or data critical to national and personal security will never be disclosed.

It is to be noted that, the number of national, divisional, and district e-Mutation applications, approval rate, and average disposal of the last 90 days can be seen by visiting the National Land Service Platform www.land.gov.bd and clicking on the e-Muttaion tab thereafter. Besides, there is an opportunity to see the latest status of one’s application. Earlier the Ministry of Land won the prestigious ‘United Nations Public Service Award – 2020’ for the e-Mutation system.


Spread the love

Join The Discussion

Compare listings

Compare