ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

FB IMG 1659190609224
Spread the love

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু//

ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন ফরমেটে কিউআর কোড সংযুক্ত করা হয়েছে। কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ানে সহকারী কমিশনার (ভূমি) বা নাজিরের ম্যানুয়াল স্বাক্ষরের (সরাসরি হাতে প্রদত্ত কিংবা স্ক্যান/ছবি তুলে সংযুক্ত) প্রয়োজন নেই।

FB IMG 1659190605021

ভূমিসেবা জনবান্ধব করার প্রত্যয়ে ভূমির সকল সেবাকে ডিজিটাইজড করা হচ্ছে। তারই আলোকে ই-মিউটেশন প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর এর নতুন ফরমেটে কিউআর কোড (Quick Response Code/ 2D bar code) সংযুক্ত করা হয়েছে। কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান ম্যানুয়াল পদ্ধতিতে প্রদত্ত ডিসিআর ও খতিয়ান-এর সমতুল্য এবং আইনগতভাবে বৈধ ও সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য ও ব্যবহারোপযোগী। কিউ আর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান প্রাপ্তির পর ভূমি অফিস থেকে ম্যানুয়াল ডিসিআর / খতিয়ান সংগ্রহ করার প্রয়োজনীয়তা নেই।
ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা কাঠামো (https://land.gov.bd) অথবা সরাসরি ই-নামজারি ওয়েবসাইট (https://mutation.land.gov.bd) এ গিয়ে QR কোড স্ক্যান করে কিউআর কোডযুক্ত অনলাইন ডিসিআর এবং কিউআর কোডযুক্ত অনলাইন খতিয়ানের বৈধতা সহজেই যাচাই করা যাবে। এই সংক্রান্ত একটি পরিপত্র ইতোমধ্যে জারি করা হয়েছে।

*খতিয়ান/Record of Rights: জমির মালিকানার স্বত্বলিপি / পর্চা।
*ডিসিআর/ DCR: ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট/Duplicate carbon receipt। ভূমি কর ব্যতিত অন্যান্য সরকারি পাওনা আদায়ের রশিদ।
*নাজির: উপজেলা ভূমি অফিসে হিসাবরক্ষণের দায়িত্বে নিয়োজিত।

//Non-signed QR coded ROR and DCR launched in e-Mutation//

QR code is embedded in the new format of Record of Rights (ROR/Khatiyan) and Duplicate Carbon Receipt (DCR) generated in the e-Mutation process. QR-coded DCRs and Khatiyan do not require a manual signature (directly by hand or embedded after scanning or photographing) of the Assistant Commissioner (Land) or Nazir.

Land services are being digitized to make land services pro-people. QR code (Quick Response Code/ 2D barcode) is embedded in the new format of Khatiyan and DCR prepared in the e-Mutation process. QR-coded DCRs and Khatiyan are equivalent to DCR and Khatiyan issued manually and legally valid, acceptable, and usable in all aspects. After receiving the QR Coded DCR & Khatiyan, there is no need to collect manual DCR / Khatiyan from the Land Office.

One can easily check the validity of online DCR with QR code and online Khatiyan with QR code by scanning QR code by visiting the Land Service Platform (https://land.gov.bd) of the Ministry of Land or directly from the e-Mutation website (https://mutation.land.gov.bd). A circular in this regard has already been issued.

পরিপত্র/Circular : http://www.minland.gov.bd/site/notices/272a1530-7d56-427b-b6e2-479ecd6e1222/ই-মিউটেশন-প্রক্রিয়ায়-প্রণীত-খতিয়ান-ও-ডিসিআর-এর-নতুন-ফরমেটে-কিউআর-কোড-সংযুক্তকরণ


Spread the love

Join The Discussion

Compare listings

Compare
Search
মূল্য পরিসীমা থেকে প্রতি